দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেশায় একজন চিকিৎসক হলেও আকর্ষণীয় সাজগোজে ছবি-ভিডিও প্রকাশের জন্য ব্যাপক আলোচিত ডাক্তার সাবরিনা। তার ফ্যাশনও বেশ নজর কাড়ে সবার। অনেকেই তাকে মডেল-অভিনেত্রীও ভাবেন। এবার সেই ভাবনার খোরাক হলেন তিনি। ডাক্তার সাবরিনার সঙ্গে এবার জুটিবদ্ধ হলেন ফজলুর রহমান বাবু।
প্রায় বছর ১৫ আগের কথা। শখের বশে জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌয়ের সঙ্গে একটি নাটকে অভিনয় করেন ডাক্তার সাবরিনা।
তারপর কখনও আর শোবিজে দেখা যায়নি তাকে। তবে সাম্প্রতিক সময় নানা রকম ভিডিওতে দেখা যায় তাকে গান-কবিতা নিয়ে হাজির হতে। এবার তিনি ফিরলেন অভিনয়েও। কাজ করলেন একটি নাটকে। এই নাটকের নাম ‘অভিমানে তুমি’।
নাটকটির গল্পের কেন্দ্রীয় দু’টি চরিত্রের মধ্যে একটি চরিত্রে অভিনয় করেছেন ডাক্তার সাবরিনা। অয়ন চৌধুরীর রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। এই নাটকটিতে ডাক্তার সাবরিনার বিপরীতে অভিনয় করলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী অভিনেতা ফজলুর রহমান বাবু।
এই নাটকে অভিনয় সম্পর্কে ডাক্তার সাবিরনা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এটি আসলে চমক। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। আমি এই কাজটি খুবই আনন্দ নিয়েই করেছি। আনন্দের মাত্রাটা অনেক বেশি ছিল, এই কারণে যে আমার বিপরীতে শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাইয়ের মতো গুণি শিল্পীকে পেয়েছি। তিনি আমাকে অনেক সহযোগিতাও করেছেন সাবলীলভাবে অভিনয় করতে।’
শীঘ্রই প্রচারে আসবে বলে জানিয়েছেন নাটকটির নির্মাতা। তবে কোন চ্যানেলে এটি প্রচারে আসবে তা অবশ্য এখনও জানানো হয়নি।
>>>>>>>>>>>>>>
ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org