দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী বৃহস্পতিবার খালেদা জিয়াকে বলেছিলেন মাঠে নেমে আসতে। আর প্রধানমন্ত্রীর সেই প্রস্তাব মেনে নিতে যাচ্ছেন বিরোধী দলীয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া মাঠে নামছেন এমন খবর এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।
অনেকেই এই সংবাদে ভাববেন মনে হয় কোন সমঝোতা হতে চলেছে। কিন্তু তা নয়, আসলে প্রধানমন্ত্রী বলেছিলেন, নেতা-কর্মী আর ছোট ছোট বাচ্চাদের মাঠে নামিয়ে তিনি নিজে ঘরে বসে থাকবেন তা হয় না। যদি এতই ইচ্ছা থাকে নিজে মাঠে নেমে আসুন, মাঠে নেমে আন্দোলন করুন।
এমন প্রস্তাবের পরই আজ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম খরব দিয়েছে খালেদা জিয়া মাঠে নামতে যাচ্ছেন।
খবরে বলা হয়েছে, ‘সরকার পতনের আন্দোলনে এবার মাঠে নামছেন খালেদা জিয়া। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে যে কোন দিন তিনি মাঠে নামতে পারেন বলে জানিয়েছে দলীয় সূত্র।’ এমন খবর দিয়েছে বাংলাদেশ নিউজ২৪.কম।
এক সূত্রের বরাত দিয়ে ওই খবরে আরও বলা হয়েছে, ‘‘শুক্রবার ভোর পাঁচটায় প্রথম পর্বের অবরোধ শেষ হওয়ার পরদিন শনিবার বা রোববার থেকে ফের সপ্তাহব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। আর এবারের অবরোধে বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া মাঠে থেকে নেতৃত্ব দেবেন।’’
তাতে আরও বলা হয়েছে, “এক্ষেত্রে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন অবরোধ পয়েন্টে দেখা যেতে পারে তাকে। হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচিতেও না টলে দশম জাতীয় সংসদ নির্বাচনের পথে আওয়ামী লীগ ও তার অনুসারীরা অবিচলভাবে এগুতে থাকায় আরো গণজাগরণ তৈরির জন্যই নিজেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন খালেদা।”
উল্লেখ্য, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বিগত দুই বছর যাবত আন্দোলন করে আসছে। সরকারের সময় শেষ হওয়ায় এই আন্দোলন এখন চূড়ান্ত রূপ নিয়েছে। গত তিন দিনের ৭১ ঘণ্টার অবরোধে দেশে এক অচলাবস্থার সৃষ্টি হয়। সারাদেশে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়ে। নিহত হয় অন্তত ২২ জন। আহত হয় অন্তত ৩ শহস্্রাধিক।