দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “মন শুধু মন ছুয়েছে” সোলস ব্যাণ্ডের এই গানটির সাথে আজো আমাদের মন ছুয়ে যায়। সোলস ব্যান্ডের পুরোনো আসাধারণ গানগুলোকে এক করে অ্যালবাম বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোলস বাংলাদেশের শুরুরদিকের অন্যতম শীর্ষস্থানীয় জনপ্রিয় ব্যান্ড। এর যাত্রা শুরুকালীন সময়ের গানগুলো একসাথে সংরক্ষণে নেই। অনেকদিন ধরেই তারা এই জনপ্রিয় গানগুলোকে সংরক্ষণের চেষ্টা করছিলেন। অবশেষে সোলস তাদের সেই অসাধারন জনপ্রিয় গানগুলোকে সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। তারা এই গানগুলোকে একীভূত করে নতুন অ্যালবাম “সোলস গোল্ড” আকারে প্রকাশ করতে যাচ্ছে।
গত শনিবার থেকে সোলস ব্যান্ডের সদস্যরা নতুন করে ঐ সব গানের রেকর্ডিং শুরু করে। সোলস ব্যান্ডের দলনেতা পার্থ বড়ুয়া জানায়, “পৃথক দুটি সিডিতে গানগুলো সংরক্ষণ করা হবে, সিডি দুটির নাম হবে সোলস গোল্ড-১ এবং সোলস গোল্ড-২।” আগামী কোরবানীর ঈদেই প্রথম অ্যালবামটি বাজারে আসতে পারে বলে জানায় ব্যান্ডের সদস্যরা। অ্যালবামগুলোতে থাকবে “মন শুধু মন ছুয়েছে”, “মুখরিত জীবন”, “এ এমন পরিচয়” “আকাশের তারাগুলো” সহ সোলস ব্যান্ডের অন্যান্য জনপ্রিয় গানগুলো যা আজো শ্রোতাদের হৃদয়ে দোলা দেয়। মুল সুরকে অক্ষুণ্ণ রেখে নতুনভাবে সঙ্গীতায়োজন করা হবে এবং নতুনভাবে কণ্ঠ দেওয়া হবে।
পার্থ বড়ুয়া আরো বলেন,”আমাদের পুরনো গানগুলোকে সংরক্ষণের জন্যই এই প্রয়াস, আরো পাঁচ-দশ বছর পর কাজটা করার উদ্যম থাকবে না। তাই এখনি এগুলো ধরে রাখার সিদ্ধান্ত নিলাম, এই গানগুলো আগামী প্রজন্মকেও ছুয়ে যাবে বলে আশা করা যায়।”
ব্যান্ড নিয়ে আরো পড়ুনঃ বামবা’র সদস্যপদ ছাড়ার ঘোষণা দিয়েছে জনপ্রিয় মিউজিক্যাল ব্যান্ড এলআরবি
একটি সুত্র থাকে জানা যায়, তিশা-তাহসান অভিনীত চাকা ওয়াশিং পাউডারের বিজ্ঞাপনচিত্রে সোলস ব্যান্ডের “মন শুধু মন ছুয়েছে” গানটি জিঙ্গেল হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য গানের মেধাসত্ত্ব আইন অনুসারে সোলস ব্যান্ডকে একলাখ টাকা প্রদান করে নির্মাতা প্রতিষ্ঠান। গত রোববার গানটির সুরকার ও গীতিকার নকীব খানের হাতে মেধাস্বতের টাকা তুলে দেওয়া হয়।