দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ যতই এগিয়ে আসছে টেনশনও বাড়ছে পাল্লা দিয়ে। বিশেষ করে বাংলাদেশের দর্শকদের একটি বড় অংশ আর্জেন্টিনাকে নিয়ে বেশ টেনশনে। বর্তমানে ম্যারাডেনা নেই রয়েছে আরেক খেলোয়ার আগুয়েরো। তিনি কি আর্জেন্টিনার স্বপ্ন পূরণ করতে পারবেন? এ প্রশ্ন সকলের।
আসন্ন বিশ্বকাপে আর্জেন্টাইনদের আক্রমণভাগের প্রধান অস্ত্রই হচ্ছে এই খেলোয়ার আগুয়েরো। কিন্তু সমস্যা হলো মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে আগুয়েরোকে ইনজুরি এবং ফিটনেস সমস্যার কারণে পিছিয়ে পড়তে হয়েছে। লিগের শিরোপা নির্ধারণীর মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও আগুয়েরো খেলতে পারেননি। আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে তাই উৎকণ্ঠা বিরাজ করছে। বিশ্বকাপে প্রতিপক্ষের ডি-বক্সে ঠাণ্ডা মাথায় গোল করার জন্য দলে একমাত্র স্টাইকার সার্জিও আগুয়েরোর উপস্থিতি অপরিহার্য!
অবশ্য সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে সাংবাদিকদের আগুয়েরো বলেছেন, তিনি পুরোপুরি ফিট। তিনি নাকি রোমাঞ্চের সঙ্গে ক্ষণ গুণছেন বন্ধু মেসির সঙ্গে বিশ্বকাপে জুটি বাঁধার। বয়স ভিত্তিক দল থেকেই মূলত আগুয়েরো-মেসির বন্ধুত্ব। আগুয়েরোও এক সময় মেসির মতো স্পেনের ফুটবলে খেলেছেন।
সব যদি ঠিকঠাক থাকে তাহলে মেসির সঙ্গে জুটি বেঁধে আগুয়েরো এবারের বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার ফ্যানদের মুখে হাসি ফোটাবেন এমনটি আশা করছেন সবাই।