দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক কাপ চা’য়ের দাম ১ লাখ ৩০ হাজার টাকা। কথাটি শুনে অনেকেই বিশ্বাস করতে নাও পারেন। কিন্তু ঘটনাটি সত্যি।
এক কাপ চায়ের দাম ১ লাখ ৩০ হাজার টাকা। এমন কথা শুনে অনেকেই হতবাক হয়ে পড়বেন। কিন্তু ঘটনাটি আসলেও সত্যি। ঘটনাটি এমন তাহলো, দামি এই চা পান করা যাবে প্রথম বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলীর সঙ্গে তাও আবার এক টেবিলে বসে। পরবর্তী নির্বাচনের ফান্ড রেইজিং অনুষ্ঠানে রুশনারা আলীর সঙ্গে এক কাপ চা খাবার নিলাম ডাকা হয়েছিল।
উল্লেখ্য, নিলামের পর শেষপর্যন্ত একজন ব্রিটিশ ভদ্রলোক ১ হাজার পাউন্ডে অফারটি গ্রহণও করেন। বাংলাদেশী টাকায় দাঁড়ায় ১ লাখ ৩০ হাজার। জানা গেছে, ওই ফান্ড রেইজিং ইভেন্টে ৫০ হাজার পাউন্ড উঠেছে।