দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তির মিছিলে যোগ হলো আরও একটি চলচ্চিত্র শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’।
সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তির মিছিলে যোগ হলো আরও একটি চলচ্চিত্র শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’। ৬ জানুয়ারি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় এই চলচ্চিত্রটি। ১৩ জানুয়ারি ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড কর্তৃপক্ষ। ‘ভালোবাসা সীমাহীন’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন- জায়েদ খান, পরীমনি, আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ প্রমুখ।
পরিচালক শাহ আলম মন্ডল সংবাদ মাধ্যমকে বলেছেন, ছবিটির সকল পরীক্ষা শেষ করে এখন শুধুই ফলাফলের পালা। আর এই ফলাফল প্রকাশ করবে দর্শকরা। আজই সেন্সর সার্টিফিকেট পেয়েছি। পরিবেশক সমিতিতে জমা দিয়ে পাওয়া যাবে মুক্তির তারিখ।
নোমান কথাচিত্রের ব্যানারে এই চলচ্চিত্রে ৬টি রোমান্টিক গান রয়েছে। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।
এই ছবিটির গল্প এমন:
মির্জা পরিবারের সন্তান জায়েদকে ভালোবেসে ফেলে তালুকদার পরিবারের মেয়ে পরীমনি। তাদের এই ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবারের কর্তারা। এক পর্যায়ে পরীমনি বিয়ে করেন মিলনকে। এরপর শুরু হয় সম্পর্কের নানা ধরনের টানাপোড়েন। এভাবেই কাহিনীর বিন্যাস ঘটেছে এই চলচ্চিত্রটিতে।