দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরিনার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে। অবশেষে ইরিনার সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করলেন রোনালদো।
ইরিনার সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার মুখে অবশেষে রাশান মডেল ইরিনা শায়াকের সঙ্গে বিচ্ছেদের কথা স্বীকার করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘৫ বছর পর প্রেম করার পর ইরিনার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে আমার। আশা করি ইরিনা ভাল থাকবে।’
জানা যায়, ২৯ বছর বয়সী এই রোমান্টিক জুটির সম্পর্ক ভাঙার খবর প্রচার হয় ফিফা ব্যালন ডি’ওরের অ্যাওয়ার্ড প্রদানে অনুষ্ঠানে। এবার পুরস্কার জিতেছেন রোনালদো। অবশ্য ওই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বান্ধবী ইরিনা। রোনালদোর পরিবারেরর সঙ্গেও সাম্প্রতিক সময়ে সম্পর্ক ভাল যাচ্ছে না ইরিনার। তাই প্রেমিক রোনালদোর মায়ের জন্মদিনের পার্টিতেও যেতে রাজি হননি তিনি।
উল্লেখ্য, ইরিনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও মোটেই ঘাবড়াননি প্রেমিক পুরুষ রোনালদো। কারণ স্প্যানিশ মিডিয়ার খবর স্পেনের সাংবাদিক ও টিভি উপস্থাপিকা লুসিয়া ভিয়ালোনের প্রেমে ইতিমধ্যেই মজেছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড রোনালদো।