দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইসিসি প্রেসিডেন্ট মুস্তফা কামাল। আজ দুপুর একটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি এই ঘোষণা দেন।
বেশ কিছু কারণের একটি হলো বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে বিজয়ী দলের হাতে বিশ্বকাপের ট্রফি না দিতে দেওয়া। সেদিন ২৯ মার্চ আইসিসি সভাপতি আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেছিলেন, ‘দেশে ফিরে সব বলবো’। আজ দুপুর একটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ঘোষণা দিলেন সভাপতির পদ থেকে পদত্যাগের। জানালেন, ১৬ কোটি মানুষকে ‘ছোট’ করে এই পদে থাকতে চান না তিনি।
উল্লেখ্য, বিশ্বকাপ ফাইনালে আইসিসির সভাপতি হিসেবে বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামালের চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেওয়ার নিয়ম থাকলেও সেদিন তা দিয়েছেন তাঁর অধস্তন কর্মকর্তা আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন! বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়।