দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ আপনাদের জন্য রয়েছে এক ইট খাদক মানবের কাহিনী। শুধু ইটই নয় বিস্ময়কর ওই ব্যক্তি ধুলাবালিও খেয়ে ফেলেন।
মানুষ অভ্যাসের দাস, মানুষ যা অভ্যাস করে তাই হয়। ভারতের এক ব্যক্তি ঠিক এমনই অভ্যাস গড়ে তুলেছেন। তিনি অনায়াসে ইট খেয়ে ফেলেন। কড়মড় করে ইট চাবায়ে মুড়ি মুরকির মতো করে খেয়ে ফেলেন। শুধু তাই নয় তিনি ধুলাবালিও খেয়ে ফেলেন। পরিবারের সদস্যরা তাকে ইট বার বার খেতে নিষেধ করলেও তিনি ইট না খেয়ে থাকতে পারেন না বলে তিনি একটি স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন।
এই বিস্ময়কর ইটখাদকের ভিডিও ইউটিউবে ব্যাপক আলোড়ন তোলে। ভিডিওটি ইউটিউবে প্রতি ৬০ সেকেন্ডে ১০০ ঘণ্টার বেশি ভিডিও আপলোড হচ্ছে।
দেখুন সেই বিস্ময়কর ভিডিও