দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ আজ ঐতিহাসিক সিরিজ জয় করলো। বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতকে হারিয়ে সিরিজ জয় করলো। এখন হাতে রইলো হোয়াইটওয়াশ করার সুযোগ।
বাংলাদেশ আজ ঐতিহাসিক সিরিজ জয় করলো। বাংলাদেশ-ভারত দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতকে হারিয়ে সিরিজ জয় করলো। এখন হাতে রইলো হোয়াইটওয়াশ করার সুযোগ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৩টায় শুরু হয় আজকের বাংলাদেশ-ভারত দ্বিতীয় ম্যাচ। টসে জিতে প্রথমে ভারত ব্যাট করতে নামে। ৪৩.৫ ওভার শেষে ৮ ইউকেটে ভারত সংগ্রহ করে ১৯৬ রান। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে বাংলাদেশকে ৪৭ ওভারে ২০০ রান করার টার্গেট দেওয়া হয়। ৩৮ ওভারে বাংলাদেশ অত্যন্ত সাবলিলভাবে সেই টার্গেট পূর্ণ করে জয় ছিনিয়ে আনে। এটি ভারতের সঙ্গে বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
বাংলাদেশ দলের সিরিজ জয়ে দি ঢাকা টাইমস্ এর পক্ষ থেকে অভিনন্দন।