দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ Google বাংলা সংবাদ আনতে যাচ্ছে। বিশ্বের কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর জন্য নিজের ভাষায় গুগলের সেবা নিশ্চিত করার অংশ হিসেবে ‘Google News’ -এ যুক্ত হচ্ছে এবার বাংলা ভাষা।
Google বাংলা সংবাদ আনতে যাচ্ছে। বিশ্বের কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর জন্য নিজের ভাষায় গুগলের সেবা নিশ্চিত করার অংশ হিসেবে ‘Google News’ -এ যুক্ত হচ্ছে এবার বাংলা ভাষা। নিজেদের ভাষায় Google News (http://www.news.google.com) পাওয়ার এ উদ্যোগে বাংলা ভাষার সঙ্গে আরও যুক্ত হতে যাচ্ছে বাহাসা ইন্দোনেশিয়া, বুলগেরীয়, লাটভীয়, লিথুয়ানিয়ান ও থাই ভাষাও।
Google News বর্তমানে ৪৫টি দেশের ২৮টি ভাষা সমর্থন করে। এগুলোর সঙ্গে নতুন ৬টি ভাষা যোগ হলো। এসব ভাষা যুক্ত হওয়ার কারণে আরও ২৬ কোটির বেশি মানুষ Google News নিজের ভাষায় পড়তে পারবেন বলে মনে করছেন Google কর্তৃপক্ষ। Google News –এ এসব ভাষা সমর্থন করায় কম্পিউটারের পাশাপাশি যেকোনো স্মার্টযন্ত্র, অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল অ্যাপেও নিজের ভাষায় পড়া যাবে সংবাদগুলো।
উল্লেখ্য, ২০০৬ সালের জানুয়ারি মাসে চালু হওয়া Google News বর্তমানে সারা বিশ্বের প্রায় সাড়ে ৪ হাজারের বেশি সংবাদ সংস্থা হতে সংবাদ সংগ্রহ করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে।