দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় ছবিতে বাংলাদেশের অভিনেত্রীদের কাজ করার ধুম পড়ে গেছে। বলিউড নায়কের বিপরীতে এবার অভিনয় করবেন বাংলাদেশের নায়িকা ববি।
বলিউডের নায়কের বিপরীতে এবার অভিনয় করতে যাচ্ছেন ঢাকার চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ববি। এই ছবিতে ববির সঙ্গে অভিনয় করবেন ‘টারজান- দ্য ওয়ান্ডার কার’ ছবিতে অভিষেক হওয়া ভাটশাল শেঠকে। এছাড়াও ছবির সংগীত পরিচালনা থেকে চিত্রগ্রহন সবখানে থাকছে বলিউডের নামকরা এবং জনপ্রিয় ব্যক্তিরা। জানা গেছে, ইফতেখার চৌধুরীর নির্মিতব্য এই নতুন ছবিটির নাম ‘মালটা’।
বাংলাদেশ-মালটার যৌথ প্রযোজনায় নির্মিত ‘মালটা’ ছবিটির সংগীত পরিচালনা করবেন বলিউডের খ্যাতিমান সংগীত পরিচালক আনু মাল্লিকের ভাগ্নে আরমান মাল্লিক।
নির্মাতা সূত্রে জানা যায়, চলতি বছরের নভেম্বরের শেষের দিকে ‘মালটা’ ছবির কাজ শেষ হবে। ভাটশাল এবং ববি ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন এপার ও ওপার বাংলার অনেক গুণি শিল্পী।