দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের আরেক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মীমের ছবি মুক্তি পাচ্ছে নভেম্বরে- এমন কথা শোনা যাচ্ছে।
ঢাকা ও কোলকাতার যৌথ নির্মাণের ছবি হলো ‘ব্ল্যাক’। এই ছবির প্রধান নায়িকা বাংলাদেশের জনপ্রিয় মডেল ও চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। তার বিপরীতে রয়েছেন কোলকাতার জনপ্রিয় নায়ক সোহম।
কোলকাতার নির্মাতা রাজা চন্দ এবং বাংলাদেশের কিবরিয়া লিপুর যৌথ পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন কিবরিয়া ফিল্মস ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া।
ছবিটিতে আরও অভিনয় করেছেন- কোলকাতার রজতাভ দত্ত এবং আশীষ বিদ্যার্থীর মত শক্তিমান অভিনেতারা। নভেম্বরে শ্যামাপূজায় কোলকাতা ও ঢাকায় মুক্তি পাবে এই ছবিটি।
ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী মীম নিজেও। তিনি মনে করেন, এই ছবিটি তার ক্যারিয়ারে দর্শকদের জন্য বড় একটি চমক হয়ে দেখা দিবে। আলোচিত এই তারকার অপর ছবি ‘সুইট হার্ট’ আগামী বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সেই ছবিতে মীমের বিপরীতে রয়েছেন বাপ্পি চৌধুরী এবং চিত্রনায়ক রিয়াজ। এই ছবিটিও আলোড়ন তুলবে এমন আশা মীমের।