দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কমলাপুর রেলস্টেশনে শাকিব খান! এমন কথা শোনার পর যে কেও ভাবতে পারেন যে, শাকিব খান নিশ্চয়ই ট্রেনে করে কোথাও যাচ্ছেন। কিন্তু আসলে তা নয়।
ঘটনাটি আসলে এমন, শাকিব খানকে জিজ্ঞেস করার পর তিনি বলেছেন, ‘কমলাপুর হতে গোলাগুলি শুরু করেছি। চলবে কয়েকদিন।’ রসিকতা করেই মূলত তিনি এমন কথা বলেছেন। কারণ হলো শাকিবের নতুন একটি ছবির শুটিং শুরু হয়েছে কমলাপুর রেলস্টেশনে।
কমলাপুর রেলওয়ে স্টেশনে ১০ মার্চ হতে শুরু হয়েছে ‘শুটার’ সিনেমার দৃশ্যধারণ। এই ছবিটিতে তার নায়িকা থাকছেন অপু বিশ্বাস। ‘শুটার’ ছবিটি পরিচালনা করছেন রাজু চৌধুরী।
শাকিব খান জানিয়েছেন, ‘শুটার’ ছবিটিতে দর্শক তাকে নতুন একটি লুকে দেখতে পাবেন। ছবিটিতে তার চরিত্রের নাম সূর্য। টোকাই হতে সে হয়ে ওঠে অপরাধ জগতের এক গুরুত্বপূর্ণ মানুষ। এক সময় সুস্থজীবনে ফেরার ইচ্ছে হলেও গল্প ততক্ষণে এগিয়ে গেছে বহুদূর।
‘শুটার’ ছবিটিতে শাকিব খানের সঙ্গে আরও রয়েছেন দুই নায়ক সম্রাট এবং শাহরিয়াজ। ভিলেনের ভূমিকায় থাকছেন মিশা সওদাগর। শুটিং শুরুর পূর্বে কমলাপুর রেলওয়ে স্টেশনে কবুতর উড়িয়ে ছবিটির মহরত করা হয়।