দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেত্রী মীম নেপালে শুটিং এর সময় অল্পের জন্য প্রাণে বাঁচলেন। হঠাৎ করেই তার গাড়ির সামনে পাহাড়ের ধ্বস নামে।
‘তোমার হতে চাই’ চলচ্চিত্রের শুটিং এ অংশ নিতে বর্তমানে অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম অবস্থান করছেন নেপালের রাজধানী কাটমুন্ডুতে। অনন্য মামুনের পরিচালনায় এই চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পী।
মূলত চলচ্চিত্রটির তিনটি গানের দৃশ্যধারণের জন্যই নেপালে রয়েছে পুরো টিম। তবে ২৬ জুলাই ঘটে যায় এক বিপত্তি। অল্পের জন্য সেদিন প্রাণে বেঁচে গেলেন মীম। নেপালের রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ করেই তার গাড়ির সামনে পাহাড়ের ধ্বস নামে।
মীম ফেসুবকে কিছু ছবি দিয়ে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি স্ট্যাটাসে লিখেন যে, ‘আজকে অল্পের জন্য বেঁচে গিয়েছি। কাটমুন্ডু থেকে পোখরা যাবার সময় হঠাৎ করেই আমাদের গাড়ীর সামনে পাহার ধ্বসে পড়া শুরু করলো। ভয়ে মরেই যাচ্ছিলাম; ভাবছিলাম আমাদের গায়ের উপর বোধহয় এসে পড়বে। আমি জীবনে এই প্রথম এরকমটা দেখলাম। আল্লাহকে অশেষ ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য। এখনও আমার হাত-পা কাঁপছে।’
এই টিমটি শুটিং শেষ করে আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা।