দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) ৮৭তম আসরে বিদেশি ভাষার ছবির ক্যাটাগরির জন্য মনোনীত হলো তৌকির আহমেদের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’।
কাওরান বাজারে একটি রেস্তোঁরায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য দিয়েছে বাংলাদেশ ফেডারেশন ফিল্ম সোসাইটিজ।
অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান জানিয়েছেন, সমকালীন বিশ্বে অভিবাসী সংকট এবং অবৈধভাবে মানবপাচারের বাস্তবতায় সাজানোর কারণেই ছবিটিকে মনোনীত করা হয়েছে।
নিজের পরিচালনার চলচ্চিত্র অস্কারে যাওয়ার বিষয়ে তৌকির বলেন, ‘আমার পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবিটি বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসরে যাচ্ছে এরচেয়ে বড় খুশির সংবাদ আর কি হতে পারে? আগামীতে আরও ভালো কাজ করার দায়িত্ববোধটা বেড়ে গেলো।’
‘অজ্ঞাতনামা’র মাধ্যমে লাকাটা পাসপোর্টের মাধ্যমে তীব্র অভিবাসন সংকট এবং মানবেতর জীবনযাপনের চিত্র ফুটে উঠেছে এই ছবিতে। গত ১৯ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি মুক্তি পায়।
‘অজ্ঞাতনামা’ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নিপুন, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, মোমেনা চৌধুরী, আবুল হায়াত, শাহেদ শরীফ খান, জুঁই করিম, নাজমুল হুদা বাচ্চু, সুজাত শিমুল, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ।
গত মে মাসে অনুষ্ঠিত ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নেয় ‘অজ্ঞাতনামা’। এ ছাড়াও ইতালির রোমে অনুষ্ঠিত গাল্ফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে ‘অজ্ঞাতনামা’ ছবিটি অর্জন করেছে জুরি মেনশন অ্যাওয়ার্ড।