দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ র্যাফ্রে নামের স্মার্টফোনের ঘোষণা দিয়েছে জাপানি ইলেকট্রনিক পণ্য নির্মাতা কায়োসেরা। এই সেটটি পানিরোধী তো বটেই, প্রয়োজনে সাবান দিয়েও ধোয়া যাবে এই স্মার্টফোনটিকে।
আরও মজার বিষয়হলো হলো, নতুন এই স্মার্টফোনটিতে স্পিকার বা হেডফোন জ্যাক নেই। ধুলা ও তরল হতে আরও বেশি প্রতিরোধী করে তুলতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা গেছে, আগামী মার্চ মাসে শুধু জাপানের বাজারে ছাড়া হবে নতুন এই স্মার্টফোনটি। মূলত রান্নাঘরে ব্যবহারের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই স্মার্টফোনটি। তাই রান্নার অ্যাপ আগেই ইনস্টল করা থাকবে এই ফোনটিতে। সেই অ্যাপ আবার ব্যবহার করা যাবে পর্দায় হাত না দিয়েই। তবে চাইলে ভেজা হাতে কিংবা গ্লাভস পরেও এর স্পর্শকাতর পর্দা ব্যবহারে কোনো রকম সমস্যা হবে না।
এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৭.০ ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলবে। ৫ ইঞ্চি পর্দার কায়োসেরা র্যাফ্রেতে থাকছে ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি কার্ড ছাড়াও রয়েছে আধুনিক অনেক সুযোগ-সুবিধা।