দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষ কতো রকম কাণ্ডই না করেন। এসব কাণ্ড-কীর্তি দেখে সত্যিই পিত্তি জ্বলার মতো অবস্থা হয়। আজ রয়েছে এক পাকিস্তানী কিশোরের উদ্ভট কাণ্ড! দেখুন ভিডিওতে।
পাকিস্তানের লাহোরের ১৪ বছর বয়সী এই কিশোর তার ‘কোটর হতে চোখ বের করার’ উদ্ভট দক্ষতার জন্য ইন্টারনেটে এক সেনসেশনে পরিণত হয়েছেন।
এনডিটিভির এক খবরে বলা হয়েছে, আহমেদ আলী নামে ওই কিশোর অক্ষিকোটর হতে তার চোখ ১০ মি. মি. পর্যন্ত বের করে ফেলে!
সংবাদ মাধ্যমকে আহমেদ আলী বলেন, গত বছর আমার চোখ স্পর্শ করে দেখি তা অক্ষিগোলক হতে বেরিয়ে এসেছে। প্রথমে ভেবেছিলাম বোধহয় চোখ নষ্ট করে ফেলেছি। তবে পরে দেখলাম চোখের কোনো ক্ষতিই হয়নি।
সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া পড়েছে আহমেদ আলীর ভিডিওটি। এই ব্যতিক্রম প্রতিভার জন্য গিনেস বুকে নাম নিবন্ধন করার পরিকল্পনা করছে কিশোর আহমেদ আলী।
দেখুন ভিডিওটি
https://www.youtube.com/watch?v=oh0oejH8Iv8