দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের ভ্রমণ এবং নিরাপত্তার জন্য অতিরিক্ত ৬ কোটি ডলার (৪৮০ কোটি টাকা) চেয়েছে দেশটির সিক্রেট সার্ভিস।
ওয়াশিংটন পোস্ট এক খবর জানিয়েছে, এই অতিরিক্ত অর্থের ২ কোটি ৬৮ লাখ ডলার ব্যয় করা হবে ট্রাম্পের পরিবার এবং নিউইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ারে ট্রাম্পের ব্যক্তিগত বাড়ির নিরাপত্তা খাতে। অবশিষ্ট ৩ কোটি ৩০ লাখ ডলার মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সফর খরচ বাবদ ব্যয় করা হবে।
খবরে আরও বলা হয়েছে, ২০১৮ সালের আর্থিক বাজেটের জন্য প্রেসিডেন্টের নিরাপত্তায় নিযুক্ত সিক্রেট সার্ভিসের পক্ষ হতে এই অতিরিক্ত অর্থ চাওয়া হয়েছে। সিক্রেট সার্ভিসের এই অতিরিক্ত অর্থের আবেদন এটাই প্রমাণ করছে যে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্তৃত পরিবারের নিরাপত্তা, তাদের উচ্চাভিলাষী সফরসূচির ব্যবস্থা এবং ট্রাম্পের নিজের বাসস্থানকে এক নিরাপদ দুর্গে পরিণত করার জন্য এই পরিমাণ অর্থ ঢালতে হচ্ছে।
প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর হতে ট্রাম্প তার সাপ্তাহিক ছুটির বেশির ভাগই ফ্লোরিডার পামবিচে নিজের মার-এলাগো রিসোর্টে সময় কাটাচ্ছেন। অপরদিকে ট্রাম্পের ছেলেরা বাবার ব্যবসা-বাণিজ্যের উন্নতির জন্য রাষ্ট্রীয় খরচ করে সিক্রেট সার্ভিসের গোয়েন্দা সহযোগিতায় বিশ্বভ্রমণ করছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের নিরাপত্তা ও ভ্রমণের জন্য ঠিক কী পরিমাণ অর্থ ব্যয় করা হচ্ছে তা এখনও স্পষ্ট হয়নি।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সিক্রেট সার্ভিস এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) নিরাপত্তার অজুহাত দেখিয়ে প্রকৃত অর্থের অংকও উল্লেখ করতে অস্বীকার করেছে।