দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের উত্তর প্রদেশের সম্বলে একটি মাদ্রাসায় গরু জবাই না করার জন্য প্রায় দীর্ঘ ৬ বছর ধরে আন্দোলন করে আসছে। গরু হচ্ছে হিন্দু ধর্মানুসারীদের পবিত্র পশু যারা দুধ দেয় ও মানুষ দুধ খেয়ে প্রাণ বাঁচায়। সে কারণে গরু হিন্দুদের নিকট অতি পবিত্র প্রাণী।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, মাদ্রাসা কর্তৃপক্ষ গরু জবাই বন্ধের জন্য ও গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদনও করেছেন। দুধ দেয় এমন প্রাণীদের কেনাবেচা বন্ধেরও জোর দাবি জানানো হয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ হতে।
‘আমাদের এই প্রদেশে গরু জবাই থামছেই না’ এমন একটি বিষয়বস্তু তুলে ধরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বরাবর অভিযোগ করা হয়েছে। উত্তর প্রদেশে অবৈধ কসাইখানা বন্ধের উদ্যোগের বিশেষ আবেদনও করা হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।
উল্লেখ্য, গরু জবাই নিয়ে সাম্প্রতিক সময়ে ভারতে ব্যাপক ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির অনেক রাষ্ট্রে ইতিমধ্যেই গরু জবাই বন্ধ ঘোষণা করা হয়েছে। যে কারণে অনেক প্রতিক্রিয়ায় দেখা দেয়। তবে গোড়া হিন্দুদের সঙ্গে এবারই প্রথম শোনা গেলো মুসলমানদের যোগ হওয়ার বিষয়টি।