দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘রংবাজ’ ছবি নিয়ে অনেক কাহিনী হয়েছে। এই ছবিতে অপু বিশ্বাস ও শাকিব খানের শুটিং করার কথা ছিলো। কিন্তু অপুর হঠাৎ নিরুদ্দেশ হওয়ার কারণে শুটিং বন্ধ ছিলো। তবে সব বাধা কাটিয়ে বুবলীকে নিয়ে শুটিং শুরু হয়েছে।
এই ‘রংবাজ’ ছবিটিকে ঘিরেই শাকিব-অপুর ‘জীবন’ নতুন মাত্রা যোগ হয়েছে। আর সে ছবিরই শুটিং শুরু হলো অবশেষে। কারণ অপু বিশ্বাস নিরুদ্দেশ হওয়ার আগে এই ছবিটির সঙ্গে চুক্তি করেছিলেন। কিন্তু অপু না থাকায় ছবিটির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে। পরে শোনা যায় বুবলীকে নিয়ে ছবি করা হচ্ছে। সব ঠিকঠাকও হয়। কিন্তু হঠাৎ করেই অপু বিশ্বাস এসে হাজির হন। আর তখন এই ছবি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়। শোনা যায় আবার অপু বিশ্বাস ইন হচ্ছেন ‘রংবাজ’ ছবিতে আর বুবলী আউট হয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে অপু ও শাকিব দম্পতির মধ্যে ঝড় শুরু হয়। পরে দফারফা হওয়ার মাধ্যমে বুবলীকে নিয়ে ছবির কাজ শুরু হয়েছে।
ছবির পরিচালক শামীম আহমেদ রনী আগেই জানিয়েছেন, ‘১৭ এপ্রিল বিকেল হতে পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিং শুরু হবে। সেভাবেই আমরা প্রস্তুুতি নিয়েছি।’
জানানো হয় ঢাকা হতে বিমানে করে রাজশাহী যাবেন ছবির নায়ক শাকিব খান। এই ছবিতে শাকিবের বিপরিতে অভিনয় করছেন শবনম বুবলি।
জানা গেছে, পাবনার লোকেশনে ২ মে পর্যন্ত শুটিং হবে ‘রংবাজ’ ছবিটির। বাকি শুটিং হবে কোলকাতা ও সুইজারল্যান্ডের বিভিন্ন লোকেশনে।
‘রংবাজ’ ছবিটিতে আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, নূতন, সাদেক বাচ্চুসহ প্রমুখ। জানা গেছে, বাংলাদেশের রূপরঙ চলচ্চিত্রের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে কোলকাতার ভেঙ্কটেশ ফিল্মস।