দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিম ছুঁড়ে মারার এমন প্রতিযোগিতা হয়তো আপনি আর কখনও দেখেননি। এবার আপনি দেখবেন এমনই একটি প্রতিযোগিতা যার বিশেষত্ব হলো ডিম ভাঙ্গার মতো অদ্ভুত কাণ্ড!
এই প্রতিযোগিতায় তারাই যেতে পারেন যারা ডিম ছুঁড়তে ভালবাসেন, তারা যেতে পারেন ব্রিটেনের ল্যাঙ্কাশায়ার। সেখানে এক অদ্ভূত প্রতিযোগিতার আয়োজন করা হয়। কে কতদূর ডিম ছুঁড়তে পারে তার প্রতিযোগিতা হয়। সেইসঙ্গে কাওকে অপছন্দ হলে তাকেও ডিম ছুঁড়ে ঝাল মেটানো যাবে! এবারের এই প্রতিযোগিতায় ৮১ মিটার ডিম ছুঁড়ে সেরা হয়েছেন নিউজিল্যান্ডের দুই যুবক।
ডিম ছোঁড়া শুধু কী ক্ষোভ মেটানোর মাধ্যম? ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে গেলে আপনার এই ধারণা সত্যিই পাল্টে যাবে। এখানে ডিম ছোঁড়ার বিষয়টিকে বিনোদন হিসেবেই দেখা হয়। তবে কাজটা বেশ কঠিনও বটে। সেইসঙ্গে চ্যালেঞ্জিংও। খেলার নানারকম নিয়ম রয়েছে। কে কতোদূর ডিম ছুঁড়তে পারে সেটা দেখা হয়। World Egg Throwing Federation নামে একটি সংস্থা বিগত ১২ বছর ধরে এভাবেই মজার খেলা চালিয়ে আসছে। এবারের প্রতিযোগিতায় সবার সেরা হয়েছেন নিউজিল্যান্ডের দুই যুবক নিক হর্নেস্টেইন ও রবি হল্যান্ডার। তারা ৮১ মিটার ডিম ছুঁড়ে প্রথম হয়েছেন।
জানা গেছে, ডিম বেশি দূর নিক্ষেপের সঙ্গে রয়েছে আরও মজারও ব্যবস্থা। একটি জায়গায় কোনো একজনকে দাঁড় করানো হয়। তারপর নির্দিষ্ট দূরত্ব হতে ওই ব্যক্তির দিকে ডিম ছুঁড়তে হবে। যে ঠিকমতো ডিম মুখে ছুঁড়তে পারবে তাকে চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হয়। জার্মানি, কানাডা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের নাগরিক ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবারের প্রতিযোগিতায়।