দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ অপু বিশ্বাস। তিনি আবারও বিয়ের বিষয়ে মুখ খুলেছেন। তবে এবার একটু ব্যতিক্রমি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘আমার এতো অল্প বয়সে বিয়ে করা উচিত হয়নি’।
অপু বিশ্বাস বলেছেন, মধুচন্দ্রিমা সবার জীবনে আসলে আসেনা। সম্প্রতি জাগো এফএমকে দেওয়া সাক্ষাৎকারে অপু এ কথা বলেছেন।
অপু আরও বলেন, ‘মধুচন্দ্রিমা আসলে সবার জীবনে আসে না। তাদের মধ্যে আমিও একজন। এই সময় তিনি আরও বলেন, শাকিব এখনেও সাংসারিক হতে পারেনি। শাকিব ভয়াবহ ব্যস্ত। ও যেনো নিজেকে ভুলে না যায়। সংসারের জন্য সবাইকে স্যাক্রিফাইস করতে হয়। যেটি আমি করছি।’
নিজের জীবনের সবচেয়ে বড় ভুল নিয়েও আক্ষেপ করেন এই অভিনেত্রী। অপু বলেছেন, ‘এতো অল্প বয়সে বিয়ে করা আমার মোটেও উচিত হয়নি। আরেকটু ভেবেচিন্তে, জেনে বুঝে তবেই আমার বিয়ে করাটা উচিত ছিল। বর্তমান সরকার সবার বিয়ের জন্য বয়স নির্ধারণ করে দিয়েছে। এখন বুঝি, এর একটি কারণও রয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে চিন্তা-ভাবনা ও সব কিছুরই একটা পূর্ণতা আসে। আমি আমার বাস্তব জীবনের আলোকে তা অনুভব করছি।’