দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি হয়তো পৃথিবীর অনেক দামি দামি পোশাকের কথা শুনেছেন। কিন্তু সেই সব দামি দামি পোশাক কে বা কারা পরেন তা হয়তো ভালোভাবে আপনার জানাও নেই। পৃথিবীর সবচেয়ে দামি পোশাক কে পরেছিলেন আজ জেনে নিন।
পৃথিবীতে দামি পোশাক নিয়ে অনেক কথা হয়েছে। অভিজাত পরিবারগুলোতে এইসব দামি পোশাক দেখা যায়। কিন্তু দাম কতো হতে পারে তার কোনো ধারণা আমাদের নেই। আমরা ধারণা করতেও পারবো না আসলে দামি পোশাক বলতে ঠিক কতো দাম? তবে এবার একটি খবর উঠে এসেছে এক পোশাকের। যার দামের কথা শুনলে আপনি নিজেও ভিমড়ি খেতে পারেন।
এক তথ্যে জানা গেছে, পৃথিবীর সবচেয়ে দামি পোশাক পরে বিয়ে হয়েছিল ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়ামের স্ত্রী ক্যাথরিনের! যেহেতু রাজপরিবারের বধূ এই দামি পোশাকটি পরেছিলেন, কাজেই এর ভিন্ন আবেদনও রয়েছে। তবে অনেকেই এটার মূল্য নির্ধারণ করতে পারেননি। অনেকেই বলেছেন খুব দামি এই পোশাকটি। তবে কেমন দাম তা নিয়ে অনেকেরই সংশয় ছিলো।
এক প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ের সময় ক্যাথরিন পরেন আলেকজান্ডার ম্যাককুইন-এর একটি গাউন। এই পোশাকের দাম ছিল আড়াই লাখ পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়ায় ২ কোটি ৬১ লাখ ৫৮ হাজার টাকারও বেশি! এটিই হলো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান পোশাক, যা বানানো হয়েছে।
জানা যায়, ডাচেস ক্যাথেরিনের পোশাকের পর তার প্রয়াত শাশুড়ি প্রিন্সেস ডায়নার বিয়ের পোশাকটিও পৃথিবীর সবচেয়ে দামি পোশাকের একটি। ওটিও বিখ্যাত বটে।