দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার বাংলো ‘জলসা’ তে গেলে যে পিরানহা ডেন কুকুর দেখা যেত যার নাম ছিল ‘শানৌক’| মেগাস্টার অমিতাভের খুব প্রিয়, বলতে গেলে তার পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ‘শানৌক’ মারা গেছে, এ ঘটনায় মুষড়ে পড়েছেন বিগ বি অমিতাভ।
পিরানহা ডেন কুকুর পৃথিবীর সবচেয়ে লম্বা প্রজাতির। এই প্রিয় কুকুরের সাথেই অমিতাভ বচ্চন তার অবসর সময় কাটাতেন। ২০০৬ সালের ৫ ই ফেব্রুয়ারি অমিতাভ বচ্চন তার প্রিয় পুত্র বলিউড নায়ক অভিষেক বচ্চনকে পিরানহা ডেন কুকুর ‘শানৌক’কে জন্মদিনের উপহার হিসাবে প্রদান করেন। ‘শানৌক’ নামটি অভিষেকের দেওয়া। ‘শানৌক’ সবসময়ই বচ্চন পরিবারের খুব প্রিয় প্রাণী ছিল। সবসময়ই তার নিরাপত্তা নিশ্চিত করেছে সবাই। এতটাই প্রিয় ছিল যে ‘দোস্তানা’ ছবি নিয়ে সাংবাদিকদের সাথে ইন্টারভিউ চলাকালীন সময়ে অভিষেক বচ্চন সাংবাদিকদের ‘শানৌক’ এর ছবি তুলতে বাঁধা দিয়েছিলেন।
যদিও এর কিছুদিন পর বিগ বি তার ব্লগে ‘শানৌক’ এর ছবি আপলোড করেন। তখন তিনি জানিয়েছিলেন, ‘শানৌক’ তার আত্ম গরিমায় উজ্জ্বল। সে তার মাস্টারের সাথে গালে গাল মিশাতে ইচ্ছা পোষণ করে এবং মাস্টারকে বিপদের হাত থেকে বাঁচাতে ভালোবাসে। সে অমিতাভের চেয়েও আকারে বড়। অমিতাভ যখন ব্লগ লিখেন তখন ‘শানৌক’ ল্যাপটপের আশেপাশে ঘুর ঘুর করে অথবা হাঁটুর কাছে বসে থাকে যতক্ষণ পর্যন্ত না ব্লগে লেখা শেষ না হয়।
‘শানৌক’ দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল। তার শ্বাসকষ্ট এবং পাকস্থলীতে পানি জমেছিল। যদিও তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছিল কিন্তু অবস্থার উন্নতি হচ্ছিলো না। ‘শানৌক’ শব্দের অর্থ ঠান্ডা সকালে উষ্ণ হাওয়া। বিগ বি তার প্রিয় কুকুরের মৃত্যুতে টুইটারে দুঃখ প্রকাশ করতে গিয়ে লিখেছেন, ঠান্ডা সকালের উষ্ণ হাওয়া এইমাত্র থেমে গেলো। কিছুক্ষণ আগে আমার প্রিয় পিরানহা ডেন ‘শানৌক’ আমাদের ছেড়ে চলে গেছে।
অমিতাভ তার প্রিয় কুকুরের অসুস্থতায় কিছুদিন যাবত মর্মপীড়ায় ভুগছিলেন। কুকুরটির শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে তিনি ব্লগে পোষ্ট করেছিলেন, আরো একটা মর্মপীড়াদায়ক খবর হচ্ছে, ‘শানৌক খুব অসুস্থ’ আমি টুইটারে জানাতে চেয়েছিলাম। ‘শানৌক’ হচ্ছে আমার প্রিয় পিরানহা ডেন কুকুর!’
উল্লেখ্য, অমিতাভ বচ্চন ‘শানৌক’ কে নিয়ে একটি ম্যাগাজিনের প্রচ্ছদও হয়েছিলেন।
তথ্যসূত্রঃ ইন্ডিয়া টুডে