The Dhaka Times Desk Traveling is the best way to refresh the mood after a busy week. There are many who travel alone, with friends or family on weekends. This tour plan is for those who want to travel without spending their weekends.
(Best 2 day tour plan for fountain lovers who can/love to trek..)
Spots:
Here is the travel details for 2 people, if you want more people can go together. You have to take a direct bus from Dhaka to Kaptai at 10 pm on Thursday (fare 550 taka) so that you can catch the local boat from Kaptai at 8.30 am on Friday. Because the next local boat is at 10:30. If you want you can also take reserve boat (rent 1000-1500 taka). Reach Kaptai early in the morning, have breakfast and take return ticket at 8:30 pm on Saturday. Because this is the last bus from Kaptai to Dhaka. Kaptai Ghat is a direct walk from the bus stand. The boat leaves at exactly 8:30 (not 2 minutes earlier or later). Rent is 55 rupees.
প্রায় ২ঘন্টার এই বোট জার্নিতে, কাপ্তাই লেকের সৌন্দর্য আপনার রাতের বাস-জার্নিকে অনেকটাই ভুলিয়ে দিবে। পথে আর্মির প্রথম চেকপোস্ট পড়বে। সেখানে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। বিলাইছড়ি পৌছে সোজা হাসপাতাল ঘাটের দিকে যেতে পারেন। সেখানে ‘নিরিবিলি বোর্ডিং’ এ ২ রুম ঠিক করতে পারবেন। (৪ জনের ডাবল বেডের রুম ৫০০ টাকা, ২ জনের সিঙ্গেল বেডের রুম ৩০০ টাকা- Fixed)।
এরপরে দুইদিনের জন্য বোট ঠিক করে নিবেন। ২দিনের ৪টা ঝর্নার জন্য বোট ভাড়া ২৮০০-৩৫০০ টাকা। হোটেলে ১৫-২০ মিনিটের মধ্যে রেডি হয়ে বোটে উঠে পরেন। রওনা হবার আগে ‘ভাতঘর’ নামের একটা হোটেল পাবেন সেখান থেকে দুপুরের খাবার প্যাকেট করে নিয়ে নিতে পারবেন (ডিম ভাজি+আলু ভর্তা+ডাল+ভাত= ৬৫ টাকা)।
৩০ মিনিট পর ১১:৩০ টার দিকে মুপ্পোছড়া ট্রেইলের মাথায় (বাঙ্গালকাটা) পৌছে যাবেন। মাঝিকে বলে রাখলে মাঝিই গাইড ঠিক করে রাখবে (৫০০ টাকা-Fixed)। প্রায় ১:৩০ ঘণ্টা ট্রেকিং-এর পর মুপ্পোছড়া পৌছাবেন। পথে ৫/৬ টা ছোট ছোট ঝর্ণা দেখতে পাবেন। ন’কাটা ঝর্ণার মুখ পাহাড় ধসের কারনে ভেঙ্গে গেছে, তাই মুখ দেখতে গিয়ে সময় নষ্ট করবেন না। প্রায় ১ ঘণ্টা ঝর্ণার সৌন্দর্য দেখে (পড়ুন পানিতে দাপাদাপি করে) নৌকায় চলে আসবেন। নৌকা থেকে নেমে আরও প্রায় ১:৩০ ঘণ্টার মত হাটলে আপনি গাছকাটা ঝর্ণা দেখতে পারবেন। এক্ষেত্রে কোন গাইড লাগবে না কারন মাঝিই নিয়ে যাবে, ঐভাবেই কথা বলে নিবেন। এভাবেই প্রথম দিনের যাত্রা শেষ করে হোটেল এ ফিরবেন। গোছল করে রাতের খাবার (পাহাড়ি মুরগি+আলু ভর্তা+ডাল+ভাত= ১১০ টাকা) খেয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পরবেন কারন পরের দিন ভোর ৫ টায় উঠতে হবে।।
Let's say here that if you don't make good use of time then you won't get time to visit Gahkata Jharna. In this case, you can spend time visiting Kaptai Lake by boat in the afternoon.
Get up at 5am on Saturday morning and get ready to leave by 5:30am on the boat. While having dinner at night, order breakfast (Bhunakhichuri + Dimbhajir = 60 taka). They will pack it up in the morning. Take a pitcher of water with you. After about 2 hours you will reach Uluchhari. There will be 2 more army check posts on the way.
You have to take a small dinghy boat from Uluchhari. 4/5 people can sit in each boat (Tk 300). Also as a group (renovation contribution 200 taka + guide 500 taka =) 700 taka - Fixed to be paid. After a 20 minute boat journey, you have to start walking. You have to cross 2 hills on the way. About 1.45 hours you will reach Dhuppani Para by passing many friends. There is a shop here for something light to eat. After this the most risky slope has to be crossed. After 25-30 minutes you will reach the desired destination - Dhuppani Jharna. A glimpse of it will make you forget 4.5 seconds of your 4:50 hour journey. There is so much wind that sometimes it becomes difficult to keep balance. The water of this spring, which is more than 100 feet high, crumbles down and creates a mist. This is why it is named Dhupani Jharna. Because the environment is so tightly packed, there are so many water particles in the air that you can't get any electronic device out—unless it's waterproof.
You will get about 1 hour of bathing time here. If you want to go down to the bottom of the waterfall, you must take the help of a guide. Because in some places there are about 6 feet holes and large random stones under the water. Must leave by 11 o'clock. On the way back you will see Dhuppani temple. You have to leave Dhuppani Maya by 11:30 at the latest or you won't be able to catch the last local boat from Bilaichari at 4:30.
Caution:
What must be carried with:
Budget:
Sailor's Mobile No:
01558121103 (Nitya Ranjan)
নৌকা বেশ বড় এবং মাঝি অত্যন্ত আন্তরিক ছিল। উলুছড়ি থেকে নেয়া গাইড ছিল ‘টাইগার’।
B. Dr. During the rains the roads are slippery and the fountains are quite bright. If you go in winter, you will be protected from the rain.
This post was last modified on সেপ্টেম্বর ১২, ২০১৮ 3:34 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…