The Dhaka Times Desk. সংকল্প এমন একটি জিনিস যা চিন্তা করা সহজ কিন্তু অর্জন করা খুবই কঠিন। আর তার থেকেও কঠিন হচ্ছে সেই সংকল্পে নিজেকে স্থির রাখা। আপনার আশপাশের পরিবেশ কখনই আপনাকে সংকল্পে পৌছাতে সাহায্য করবে না, যতক্ষণ না আপনি নিজেকে স্থির রাখছেন।
আর একটি কথা মনে রাখবেন সংকল্প কখনই অমঙ্গল কিছু বয়ে আনে না বরং নিজেকে স্থির রাখতে পারলে মঙ্গলই বয়ে আনবে। আজ আমরা আলোচনা করব কিভাবে সংকল্পে নিজেকে স্থির থাকা যায়।
১। ব্যর্থতাকে মেনে নিতে শিখুনঃ
আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌছানোর জন্য আপনি বারবার ব্যর্থ হবেন এতাই স্বাভাবিক। তাই কয়েকবার ব্যর্থ হয়ে সংকল্প পরিবর্তন করে ফেলবেন এটা ঠিক নয়। টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছিলেন। যখন তাকে তার ব্যর্থতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন, প্রতিটি ব্যর্থতা থেকেই তিনি বিভিন্ন প্রশ্নের সমাধান পেয়েছেন। অর্থাৎ ব্যর্থতাকে খারাপ চোখে না দেখে সমস্যার সমাধান হিসেবে দেখুন। কারণ প্রতিটি ব্যর্থতার মাধ্যমেই আপনি কোন না কোন প্রশ্নের উত্তর খুঁজে পাবেন।
২। একই সংকল্প গ্রহণকারী ব্যাক্তির পরামর্শ নিনঃ
আপনি যে সংকল্পে নিজেকে স্থির করেছেন, আপনার মত হয়ত এমন আরো অনেকেই সেই সংকল্প গ্রহণ করেছেন। তাই সেই সকল ব্যক্তিদের থেকে পরামর্শ গ্রহণ করুন। তাহলে আপনার সংকল্পে স্থির থাকা আরো অটুট হবে।
৩। সংকল্পের ফলাফল সর্বদা মনে লালন করুনঃ
আপনি যে সংকল্প স্থির করেছেন তা অর্জিত হলে আপনি কতটা উপকৃত হবেন, এটি আপনার লাইফস্টাইলে কেমন পরিবর্তন আনতে পারে সেই পজিটিভ চিন্তা সর্বদা মনে লালন করুন। যখনি কোন সমস্যা দেখা দিবে যা আপনাকে সংকল্প থেকে দূরে সরিয়ে দিতে পারে, তখনি এর পজিটিভ দিকগুলো নিয়ে চিন্তা করুন। তাহলে সংকল্পে স্থির থাকতে পারবেন।
৪। মনকে আনন্দিত রাখুনঃ
আপনি সর্বদা আনন্দিত থাকার চেষ্টা করবেন। কারণ মন আনন্দিত থাকলে তবেই আপনি নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে পারবেন। অন্যথায় নিরানন্দ মন কখনই আপনাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে দিবে না। আর বেশিদিন এভাবে হতাশ মন নিয়ে চলতে থাকলে খুব দ্রুতই সংকল্প থেকে ছিটকে পরবেন। তাই সর্বদা নিজেকে আনন্দে রাখুন।
৫। সর্বোত্তম চেষ্টা করুনঃ
সংকল্পে স্থির থেকে তা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে সর্বোত্তম চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটি কেমন হওয়া উচিৎ আমি হয়ত কিছুটা ধারণা দিতে পারি। আশা করি এই উদাহরণটিই আপনার জীবনকে পালটে দিতে সক্ষম। এখন কথা হল আপনার সংকল্পে স্থির থাকার জন্য আপনার চেষ্টা কেমন হওয়া উচিৎ? মনে করুন কোন ব্যক্তি আপনার মাথা পানির মধ্যে চুবিয়ে ধরে রেখেছে। বেশ কিছুক্ষণ পর আপনি আর শ্বাস নিতে পারছেন না। এখন নিজেকে বাঁচাতে হলে যেভাবেই হোক পানি থেকে মাথা তুলতেই হবে। এই মুহূর্তে আপনি নিজেকে বাঁচাতে যেমন চেষ্টা করবেন, সংকল্পে থির থাকার জন্য ঠিক তেমনটাই চেষ্টা করুন। তাহলে নিশ্চই আপনি সফলতা অর্জন করবেন।