The Dhaka Times Desk বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলিফ আহসান নতুন ৭টি মৌলিক গান নিয়ে ভিডিও অ্যালবাম নির্মাণ করছেন। এর নাম দেওয়া হয়েছে ‘মনের মাঝে তুমি’।
খুব ছোটবেলা থেকেই গানের নেশা ছিলো আলিফ আহসানের। বাবা-মায়ের প্রেরণায় ছোট থাকতেই গানের স্কুলে যাওয়ার সুযোগ হয় তার। দেশের বাইরে লেখাপড়ায় ব্যস্ত থাকার কারণে এতোদিন গান নিয়ে তেমন কিছুই করার সুযোগ হয়ে ওঠেনি তার। লেখাপড়ায় খানিক অবসরে এবার ৭টি মৌলিক গান নিয়ে ভিডিও অ্যালবাম নির্মাণ করলেন আলিফ আহসান।
গানগুলোর সুর এবং সঙ্গীত করেছেন শামীম মাহমুদ। আলিফ হাসানের সঙ্গে সহ-শিল্পী হিসেবে এতে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা জাহান এবং মিতা ফারহানা।
এ এ এফ ফিল্মসের ব্যানারে বাংলাদেশের বিভিন্ন স্থানে গানগুলোর ভিজুয়াল নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইনজাম হাসান এবং সিফাত নিলয়। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেল হিসেবে রয়েছেন আলিফ আহসান ও নবাগত অভিনেত্রী মেহেরুন মাহিনসহ আরও অনেকেই।
নতুন অ্যালবাম নির্মাণ সম্পর্কে আলিফ আহসান বলেন, আমি কোনো প্রাতিষ্ঠানিক গায়ক নয়, গাইতে গাইতে গায়েন, মৌলিক গানের কথাগুলো আমাকে দারুণভাবে প্রভাবিত করে। রাতে আমার ঘুম কেড়ে নিচ্ছিলো। তাই সাহস করেই গানগুলো গেয়েছি। বলতে পারেন মনকে শান্ত করবার একটা চেষ্টা।
এই বিষয়ে তরুণ নির্মাতা ইনজাম হাসান বলেছেন, গানগুলোর কথায় ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। সেই গল্পকে মাথায় রেখেই ভিজুয়াল নির্মাণের কাজ এগিয়ে চলেছে। ভালোবাসা দিবসে একটি গান প্রকাশ করা হয় ইউটিউবে। মার্চ মাসে ডিজিটাল শেয়ারিং ব্যবহার করে ফেসবুকে ও ইউটিউবে পুরো অ্যালবামের গানগুলো দেখতে পারবেন দর্শক-শ্রোতারা এমনটি জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান এ এ এফ ফিল্মস।
This post was last modified on ফেব্রুয়ারি ২৫, ২০১৯ 2:16 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১১ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিত্সকরা জানিয়েছেন, নিয়মিতভাবে বাইরের তেল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসের কারণে বেড়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার এবং পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে খ্যাতিমান চলচ্চিত্রগুলো। শুধু তাই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী…