The Dhaka Times Desk. মানুষ আল্লাহর সৃষ্টি সেরা জীব। সেই তুলনায় মনুষের সকল কাজ কর্মও সেরা হওয়া উচিৎ। তবে কিছু মানুষের আচার ব্যবহারের মধ্যে এমন কিছু কার্যকলাপ দেখা যায়, যা অন্যদের কাছে খুবই বিরক্তির বিষয় হয়ে দাড়ায়। আজ আমরা আলোচনা করব সেই সমস্ত বিষয়গুলো নিয়ে যা আপনাকে অন্যের কাছে বিরক্তিকর করে তুলবে।
১। কোন আসনে বসে বেশি সুবিধা ভোগ করাঃ
আমাদের অনেকেরই বাসে বা কোন পরিবহনের সিটে বসে সামনের সীটের সাথে পা বাধিয়ে বসার অভ্যাস রয়েছে। এই অভ্যাস অন্যদের কাছে খুবই নিন্দনীয়। এমনকি কোন অয়েটিং রুমে বসেও এমন আচরণ করেন। এই অভ্যাস আজই ত্যাগ করুন।
২। কারোর কাজের সময় পেছনে দাড়ানোঃ
আমি কি কাজ করছি তা যদি পেছনে কেউ দাড়িয়ে দারিয়ে দেখে তবে খুবই বিরক্ত লাগে। অনেকের এমন অভ্যাস রয়েছে। কারণ কেউ চাই না তার কাজ পেছন থেকে কেউ এভাবে দেখুক। এটা খুবই অসভ্য একটি আচরণ। তাই এমন আচরণ ত্যাগ করা উচিৎ।
৩। সিনেমা দেখার সময় অহেতুক কথা বলাঃ
আপনি হয়ত এমন কোন সিনেমা দেখছেন যা আপনার আগেও দেখা আছে। তাই সিনেমা দেখার সময় এরপর এটা হবে সেটা হবে আগেই সব বলে দেওয়া। আপনি হয়ত অন্যদের কাছে নিজেকে দামি বানাতে এমন সব বলছেন, কিন কিন্তু মনে রাখবেন এই আচরণ অন্যদের কাছে আপনাকে আরো বিরক্তিকর ব্যক্তি হিসেবে পরিচিত করবে।
৪। লাইনে নিজের দুরুত্ব বজায় না রাখাঃ
ট্রেন বা লঞ্চের টিকিট সহ যে কোন ধরণের লাইনে দাড়িয়ে কিছু লোক অন্যদের গায়ের সাথে গা ঘেঁষে দাড়াতে খুব পছন্দ করেন। এটা নিজের কাছে খুবই মজার মনে হলেও অন্যদের কাছে তা চরম বিরক্তিকর। তাই এই অভ্যাস পরিবর্তন করুন।
৫। অন্যকে কথা বলতে সুযোগ না দেওয়াঃ
শুধু নিজেই কথা বলে যাচ্ছেন অন্যদের কথা বলার সুযোগ দিচ্ছেন না, এটা ঠিক নয়। অন্যরা শুধু আপনার কথা শুনবে না তারাও ত কিছু বলতে চাই। তাই অন্যদের কথা বলতে না দেওয়া একটি বিরক্তিকর কাজ। আজই এমন অভ্যাস পরিবর্তন করুন।
৬। কারোর বিপদে হাসাঃ
মনে করুন আপনি রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন হঠাৎ পা পিছলে পরে গেলেন। আর আপনার এমন অবস্থা দেখে কেউ একজন হাসা শুরু করলো। তখন তাকে আপনার কেমন স্বভাবের মনে হবে? ঠিক এমন কোন মানুষকে শুধু আপনি নয় কেউই পছন্দ করে না।
তাই আপনার মধ্যে যদি এমন কোন অভ্যাস থাকে তবে আজ থেকেই তা পরিত্যাগ করুন।