The Dhaka Times
With the commitment to keep the young generation ahead, Bangladesh's largest social magazine.

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

He gave birth to 44 children in 39 years!

তিন বছর পূর্বে ওই নারীর স্বামী তাকে ছেড়ে চলে যায়

The Dhaka Times Desk ৪৪ সন্তানের জন্ম দিলেন ৩৯ বছরে! শিরোনাম দেখে যে কেও অবাক হবেন সেটিই স্বাভাবিক। তবে অবাক হওয়ার মতোই খবর। উগান্ডার এক নারী ৩৯ বছর বয়সে মোট ৪৪ জন সন্তানের জন্ম দিয়েছেন।

৪৪ সন্তানের জন্ম দিলেন ৩৯ বছরে! 1

৩৯ বছর বয়সে ৪৪ সন্তান জন্ম দেওয়া ওই নারীর নাম মরিয়ম নবাতাঞ্জি। দেশটির গণমাধ্যম ওই নারীকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, মাত্র ১২ বছর বয়সে ওই নারী প্রথম দুই যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। তারপর আরও ৫ বার যমজ সন্তান জন্ম দেন, তিনি কয়েকবার চার সন্তান করেও জন্ম দিয়েছেন।

তিন বছর পূর্বে ওই নারীর স্বামী তাকে ছেড়ে চলে যায়। তারপর একাই ৩৮ সন্তান নিয়ে এক ছাদের নিচে বসবাস করছেন ওই নারী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথম যমজ সন্তান জন্ম দেওয়ার পর মরিয়ম এক চিকিৎসকের কাছে যান। ওই চিকিৎসক মরিয়মকে বলেন, তার ডিম্ভাশয় নাকি অস্বাভাবিক রকমের বড়। এছাড়া তিনি তাকে বলেন, জন্ম নিরোধক বড়ি (পিল) তার শরীরের ক্ষতি করতে পারে।

মরিয়ম বলেন, আমার বেড়ে ওঠাও অনেক দুঃখের। আমার স্বামী আমায় অনেক কঠিন সময়ের মধ্যে রেখে চলে গেছে। বর্তমানে মরিয়মের সন্তান বড় হয়েছে। তারা তার মাকে যথাসাধ্য সাহায্য করে বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

en_USEnglish