The Dhaka Times Desk ভারতের আধুনিক যুদ্ধবিমানকে চ্যালেঞ্জ জানিয়ে পাকিস্তান সামরিক বাহিনীতে নতুন মডেলের যুদ্ধবিমান যুক্ত হচ্ছে বলে খবর দিয়েছে তুরস্কের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক।
২০২০ সালের আধুনিক মডেলের ড্যাসল্ট মিরাজ-৩ ও ৫ কে চ্যালেঞ্জ দিয়ে পাকিস্তানের বিমানবাহিনী জেএফ-১৭ যুদ্ধবিমানটির উন্নয়ন করছে।
পাকিস্তানের সামরিক সূত্র বলেছে, পাকিস্তানের বিমান বাহিনীতে দ্বিতীয় দফায় তৈরি জেএফ-১৭ ব্লক দুই মডেরের যুদ্ধবিমান এবার যুক্ত হবে। আগামী জুন মাসে এগুলো বিমানবাহিনীতে যোগ হওয়ার কথা রয়েছে।
জেএফ-১৭ থান্ডার ব্লক ২ বহুমুখী যুদ্ধবিমানটি তৈরি করছে পাকিস্তান অ্যারোনেটিক্যাল কমপ্লেক্স এবং চেঙ্গডু অ্যারোস্পেস কর্পোরেশন (পিএসি ও সিএসি)।
সামরিক প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৭ সালে পাকিস্তান বিমান বাহিনী বিমান তৈরি আদেশের একটি অংশ এটি। ২০০৯ সাল হতে বিমান প্রস্তুতকারী সংস্থা ১০০ বেশি জেএফ-১৭ তৈরি করে, এটির প্রথম সিরিয়াল ছিল ০৯-১১১।
২০১৭ সাল হতে এই পর্যন্ত পাকিস্তান অ্যারোনেটিক্যাল কমপ্লেক্স ৫০টি ব্লক-১ বিমান ও ১২টি ব্লক-২ বিমানসহ মোট ৬২টি ব্লক জেএফ-১৭এস উৎপাদনের আদেশ পায়। পাকিস্তান বিমান বাহিনী বর্তমানে ৮৫টি জেএফ-১৭ ব্লক-১ ও ব্লক-২ অভিযানে ব্যবহার করছে।
পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান প্রথম ভারতের সঙ্গে ব্যবহার করে ভারতের বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দেশটির সামরিক সূত্রের দাবি।
জানা গেছে, ২০২০ সালের মিরাজ-৩ এবং ৫ কে চ্যালেঞ্জ করে পাকিস্তানের বিমানবাহিনী জেএফ-১৭ যুদ্ধবিমানের উন্নয়ন করা হচ্ছে। পাকিস্তান বিমান বাহিনী প্রত্যাশা করছে যে, আগামী বছরে ১৫০টি জেএফ-১৭ যুদ্ধ বিমানের অভিষেক ঘটাবে তারা। এর মধ্যে থাকবে ব্লক-১, ব্লক-২ এবং ব্লক-৩ মডেলের যুদ্ধবিমানও।