The Dhaka Times Desk চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পরায় গত সপ্তাহে অ্যাপেলের ৩টি স্টোর বন্ধ করে দেওয়া হয়। তাই গত শুক্রবার থেকে উহান ও চীনের অন্যান্য শহরে যেখানে নিজেদের কর্মীরা রয়েছে তাদের মধ্যে এবার কেয়ার কিট সরবরাহ করছে অ্যাপল।
চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পরায় গত সপ্তাহে অ্যাপেলের ৩টি স্টোর বন্ধ করে দেওয়া হয়। তাই গত শুক্রবার থেকে উহান ও চীনের অন্যান্য শহরে যেখানে নিজেদের কর্মীরা রয়েছে তাদের মধ্যে এবার কেয়ার কিট সরবরাহ করছে অ্যাপল।
অ্যাপেল এক বিবৃতিতে জানিয়েছে, ফেব্রুয়ারি ৯ তারিখ পর্যন্ত চীনে অ্যাপেলের সকল অফিস বন্ধ থাকবে। তবে যতো দ্রুত সম্ভব তারা আবারও সকল কার্যক্রম চালু করবে।
সেই সঙ্গে চীন ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে প্রতিষ্ঠানটি। তবে এবার সমস্ত প্রতিষ্ঠানের বন্ধের ঘোষণা দিয়েছে এই বিশ্বখ্যাত প্রতিষ্ঠানটি।
অ্যাপল জানিয়েছে যে, চীনে তাদের ভোক্তা সংখ্যা ইতিমধ্যেই কমে গেছে। লোকজন বর্তমানে বাড়ির বাইরেই বের হচ্ছে না। এছাড়াও কর্মীদের এই ভাইরাসে আক্রান্তের সম্ভাবনা থাকায় তারা স্টোর বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ব্যবসায়িক ক্ষেত্রে এমনকি ভ্রমণের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।