Categories: general

Bangladesh will observe 'Earth Power'. Today, March 31, there is a call to shut down electricity for 1 hour

Dhaka Times Report. বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো ‘আর্থ পাওয়ার’ পালন করছে বাংলাদেশ। এজন্য আজ রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। দেশব্যাপী এই কর্মসূচি সফল করতে ইতিমধ্যে দেশের সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, দেশে প্রথমবারের মতো এই কর্মসূচি সফলভাবে পালন করতে সবার প্রতি স্থানীয় প্রশাসনের মাধ্যমে আহ্বান জানানো হয়েছে।
‘আর্থ পাওয়ার’ পালন করবে বাংলাদেশ ॥ আজ ৩১ মার্চ রাতে ১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার আহ্বান 1‘আর্থ পাওয়ার’ পালন করবে বাংলাদেশ ॥ আজ ৩১ মার্চ রাতে ১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখার আহ্বান 1
উল্লেখ্য, বিশ্বজুড়ে ধরিত্রী রক্ষায় মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালন করা হলেও বাংলাদেশে মূলত জ্বালানি সাশ্রয়ে পালিত হচ্ছে এ কার্যক্রম। বিশ্বের ১৩৫টি দেশ প্রতিবছর একটি নির্দিষ্ট দিনে জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলা করতেই এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে।

বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ এ প্রসঙ্গে বলেন, দেশজুড়ে এ উদ্যোগ সফল করার জন্য ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। জেলা প্রশাসককে পাঠানো এ চিঠিতে তৃণমূল পর্যায়ে জানানোর জন্যও নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে সব মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে।
উল্লেখ্য যে, এক ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার বন্ধ থাকলে ৪০০ টন জ্বালানি তেল সাশ্রয় করা সম্ভব। একই সঙ্গে এ সময় ১৬ লাখ ইউনিট বিদ্যুৎ রক্ষা করা সম্ভব হবে।

২০০৭ সালে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো এ কর্মসূচি পালন করে। ধরিত্রী রক্ষায় ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার নামক সংগঠনের উদ্যোগে এক ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার এ আহ্বান গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। পরের বছরই ৩৫টি দেশের ৪০০ শহরে এ কার্যক্রম পালন করা হয়। এমনকি গত বছর জনপ্রিয় টেলিভিশন চ্যানেল কার্টুন নেটওয়ার্ক তাদের সম্প্রচার এক ঘণ্টার জন্য বন্ধ রাখে।

বিশ্বের সব দেশ যদি এই কর্মসূচি পালন করতে পারে, তাহলে আমরা কেনো পারবো না? আমরাও এ কর্মসূচি পালনের মাধ্যমে দেশের জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলা করতে সক্ষম হবো।

This post was last modified on মার্চ ৩১, ২০১২ 11:16 am

Staff reporter

View Comments

Recent Posts

মানুষের মতো দু’পায়ে দাঁড়িয়ে ভালুক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পিছনের দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক ভালুক। অবিকল মানুষের…

% days ago

শীত যখন মানুষকে কাবু করে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৪ মাঘ ১৪৩১…

% days ago

ওজন কমানোর সহজ পদ্ধতি জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছিপছিপে থাকার উদ্দেশ্যে একমাত্র বাহ্যিক সৌন্দর্যেই শান দেওয়া মোটেও নয়।…

% days ago

আসছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে এআই ইনফ্লুয়েন্সার সুবিধা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর কনটেন্ট…

% days ago

১০ বছরের নীচের শিশুরাও হৃদরোগের শিকার হচ্ছে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত শিশুদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের সমস্যা দুই প্রকার হয়ে থাকে। প্রথমটি…

% days ago

শুটিংয়ে ভাঙচুরের ঘটনার ইত্যাদির সেই পর্ব প্রচারে আসছে ৩১ জানুয়ারি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত ৯ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠান শুটিংয়ের সময় ব্যাপক ভাঙচুরের…

% days ago