The Dhaka Times Desk মাত্র একটি পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের শেষ দল হয়ে সাফ ফুটবলের আসর থেকে বিদায় নিয়ে দেশে ফিরতে হয়েছে বাংলাদেশ ফুটবল দলকে। কোচ লোডভিক ডি ক্রুইফের তত্ত্বাবধানে প্রায় মাসখানেকের ক্যাম্প করেও দলের এমন হতাশার কারণ খুঁজতে বাদল রায়কে চেয়ারম্যান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কমিটির অন্য দুই সদস্য তাবিথ আউয়াল ও শামসুল হক চৌধুরী।
গতকাল সোমবার সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বললেন, “সাফে ছেলেরা কতটা ভালোমন্দ খেলেছে তা এখন ভেবে কাজ নেই। বড় কথা হচ্ছে, মাত্র দুই তিন মিনিটের ব্যবধানে আমাদের সাফ মিশন শেষ হয়ে গেছে। ভারতের কাছে শেষ মিনিটে গোল হজম করতে হয়েছে। পাকিস্তানের কাছেও একই অবস্থায়। শেষ বাঁশি বাজা পর্যন্ত খেলোয়াড়রা চেষ্টা করেনি। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাওয়া উচিত ছিল। দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সাফের ব্যর্থতা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন আছে। কিন্তু আমি সেসব প্রশ্নের কোনো উত্তর দিইনি। জাতীয় দল কমিটি ও কোচের সঙ্গে আলাপ করেই সব জানাতে চেয়েছি।” মাত্র মিনিট দশেকের সংবাদ সম্মেলনে কাউকে কোনো প্রশ্ন করারই সুযোগ না দিয়ে সালাউদ্দিন আরও বলেন, “অতীত নিয়ে না ভেবে ভবিষ্যতের জন্য দলকে আরও শক্তিশালী করতে চাই আমি। পরবর্তী সাফে এর থেকে দশ গুণ চেষ্টা করা হবে। ডাচ কোচদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আর আমাদের যে মিশন তার ফল এখনই পাওয়া যাবে না, তবে বলব সঠিক পথেই এগোচ্ছি আমরা।”
As part of future team building, it has been decided to send age-wise teams to various international tournaments from next month. On October 5, the U-10 and U-12 teams will go to South Korea to participate in the festival tournament. And the U-16 team is going to Kyrgyzstan on October 25. Besides, the youth team will go to Iraq in early October to play the AFC U-19 qualifiers.
সালাউদ্দিন নিজের প্রতিজ্ঞার কথা উপস্থিত সাংবাদিকদের মনে করিয়ে দিয়ে বলেন, “আমরা ২০২২ সালের বিশ্বকাপ খেলতে চাই। ওই লক্ষ্যে এখনো আছি ও থাকব। এখন আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। একটা জিনিস বুঝতে পেরেছি আমাদের আরও তরুণ খেলোয়াড় দরকার। তবে তরুণদের কাছ থেকে চটজলদি বড় কিছুর প্রত্যাশা এখনই নেউ। আমরা চাই তারা খেলুক, অভিজ্ঞতা অর্জন করুক। আন্তর্জাতিক ম্যাচ কেমন সেটা আগে বুঝুক। বুঝুক আমাদের প্রতিপক্ষ কেমন। আমরা একটা ওয়াদা করতে পারি যে এর চেয়ে আরও শক্তিশালী দল করব আগামী সাফ এবং অন্যান্য টুর্নামেন্টের জন্য।”
This post was last modified on সেপ্টেম্বর ১৭, ২০১৩ 11:16 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…