The Dhaka Times Desk ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশের ছাত্ররা যে দ্বিতীয় বিজয় এনেছেন সেই বিজয় বা স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। বিমান বন্দরে ফিরেই এক প্রেস ব্রিফিং এ তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালিন সরকার গঠিত হয়ে যাচ্ছে। আর সেই অন্তর্বতী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে যাচ্ছে ড. মুহাম্মদ ইউনূস। আজ রাত সাড়ে ৮টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করাবেন।
ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সে অবস্থান করছিলেন। আজ তিনি হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বেলা ২টায় নামেন।
তিনি এই সময় তিন বাহিনী প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা তাঁকে অভিনন্দন জানান।
তিনি এই সময় এক প্রেস ব্রিফিং করেন। সেখানে তাঁর চারপাশে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেষ্টিত ছিলো। তিনি শিক্ষার্থীদের ডেকে নিয়ে তাঁর বক্তব্য শুরু করেন।
ড. মুহাম্মদ ইউনূস তাঁর বক্তব্যে নিহতদের স্বরণ করেন এবং বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়েও কথা বলেন। তিনি এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, আগের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি জনগণের সরকারের প্রতি কোনো আস্থা নেই, আমাদের আগে সেই আস্থা ফিরিয়ে আনতে হবে। ছাত্রদের পরামর্শ নিয়ে নিয়ে দেশ গঠনের এই কাজে এগিয়ে যাবেন বলে জানান।