The Dhaka Times Desk বিজ্ঞানের কল্পকাহিনীকে বাস্তব রূপ দিতে চলেছেন বিজ্ঞানীরা। তারা এমন রোবট বানাতে সক্ষম হয়েছেন যা নিজেই সংযোজিত করতে পারবে নিজের দেহ, প্রয়োজন অনুসারে বদলে দিতে পারবে আকৃতি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনিস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা সম্প্রতি এমন সফলতা দেখিয়েছেন। তারা মডিউলার রোবট কিউবস তৈরি করেছেন যা আসলে এক ধরনের রোবট এবং নিজ থেকে দেহ সংযোজিত করতে পারে।
বিজ্ঞানীরা এই মডিউলার রোবট কিউবস এর কিউবগুলোর এর নাম দিয়েছেন এম-ব্লকস (M-Blocks)। ছয় তল বিশিষ্ট ঘনক আকৃতির এই এম-ব্লক একটি অন্যটির সাথে লেগে থাকতে পারে, উল্টে চলতে পারে, লাফ দিয়ে অন্যটির সাথে লেগে থাকতে পারে। প্রতিটি এম-ব্লকের ভেতর ফ্লাই হুইল (রিং এর মতন দেখতে) রয়েছে যা মিনিটে ২০ হাজার বার ঘূর্ণন সৃষ্টি করতে পারে। ঘূর্ণনের মাধ্যমে গতিবেগ উৎপন্ন হয় যা ব্লককে নড়তে-চড়তে সহায়তা করে। এছাড়া ব্লকের প্রতি প্রান্তের কিনারাতে স্থায়ী চুম্বক লাগানো আছে, যাতে দুটি ব্লক পাশাপাশি আটকে থাকতে পারে। চুম্বক এমন ভাবে লাগানো যে তা সহজে খুলে যেতে পারে, আবার নতুন ব্লক এর সাথে আটকেও যেতে পারে।
বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাবরেটরি (সিএসএআইএল) এর অধ্যাপক ডেনিয়াল রাশ জানান, “আমাদের উদ্দেশ্য ছিল নিজ থেকে স্ব-সংযোজিত হতে পারে এমন রোবট তৈরি করা। সাধারণত রোবট এমন ভাবে তৈরি করা হয় যাতে একটি নির্দিষ্ট আকৃতির নির্দিষ্ট কাজ করতে পারে কিন্তু মডিউলার রোবট কাজের ধরণ অনুসারে এর জ্যামিতিক আকৃতি বদলাতে পারবে নিজ থেকেই।”
নির্মাতা গবেষকদল এর দেয়া তথ্য অনুসারে জানা যায়, ঘনকাকৃতির এই রোবট দিয়ে ভবিষ্যতে ভেঙে যাওয়া ব্রিজ কিংবা ভবন সাময়িকভাবে মেরামত করা যেতে পারে। এই ধরণের রোবট গবেষণা প্রাথমিক পর্যায়েই রয়েছে। বর্তমানে গবেষক দল ১০০ টি ঘনকাকৃতির এই রোবট নিয়ে কাজ করছেন, যেগুলো নিজ থেকে সংযোজিত হয়ে চেয়ার, মই, টেবিল কিংবা অন্য কোন বস্তুতে রূপ নিতে পারে।
Watch the video:
References: The Tech Journal, এমআইটি নিউজ