The Dhaka Times Desk আপনি কি জানেন শিশুরা মাতৃ গর্ভে কেমন থাকে দেখতে? কিংবা কোন প্রাণী ভ্রূণ অবস্থায় দেখতে কেমন? যারা জানেন না তাদের জন্য আমাদের আজকের প্রতিবেদন মায়ের গর্ভে থাকা ১৩ প্রজাতির প্রাণীর ভ্রূণের ছবি।
একবিংশ শতাব্দীতে পৃথিবীতে বিজ্ঞানের জয় জয় কার আগে যা আমরা জানতাম না কিংবা আমাদের ধারণার বাহিরে ছিল আজ তা আমাদের হাতের মুঠোতে। কেমন ছিলাম আমরা কিংবা আমাদের আশেপাশের সকল প্রাণী নিজ নিজ মায়ের গর্ভে? আছে কি কারো এমন ধারন? না নিজে কেমন ছিলেন মায়ের গর্ভে সেই বিষয়ে কারোর ধারণা থাকার কথা নয়। তবে বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। এখন বিজ্ঞান অনেক কিছুই সহজ করে দিয়েছে। বিজ্ঞান আমাদের জানাচ্ছে একটি প্রাণীর ভ্রূণ মায়ের গর্ভে থাকতে কিংবা ডিমে থাকতে আসলে দেখতে কেমন হয়!
ন্যাশনাল জিওগ্রাফিক কিংবা ডিসকভারি এর বিভিন্ন গবেষণা প্রতিবেদন কিংবা প্রোজেক্টে উঠে এসেছে মানুষ সহ বিভিন্ন প্রাণীর ভ্রূণের গঠন এবং মায়ের গর্ভে আকৃতি। এসব ছবি আলট্রা সাউন্ড এবং গ্রাফিক্স দিয়ে তুলে আনা হয়েছে। চলুন একে একে দেখে নিই মানুষ সহ ১৩ প্রজাতির প্রাণীর ভ্রূণ মায়ের গর্ভে কিংবা ডিমে থাকতে কেমন দেখায়!
Source: The TechJournal