The Dhaka Times Desk রক্তচাপ নিয়ন্ত্রণে যার, নিরাপদ জীবন তার- এইকথা সবাই জানেন নিশ্চয়। উচ্চ রক্তচাপে আক্রান্ত মৃতের সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে। সম্প্রতি একটি গবেষণায় জানা গেছে সূর্যের আলোতে উচ্চ রক্তচাপ কমে।
University of Edinburgh And University of Southampton এর গবেষকরা জানিয়েছেন – উত্তর মেরু অঞ্চলের লোকজন যারা সূর্যের আলোর সংস্পর্শ খুব কম পায়, তারা উচ্চ রক্তচাপে বেশি ভুগেন এবং সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক বেশি।
জার্নাল অব ইনভেস্টিগেটিভ ডার্মাটোলজিতে প্রকাশিত তথ্য হতে জানা যায় – প্রতিদিন অন্তত ২০ মিনিট সূর্যের আলোয় থাকলে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি রক্তচাপ কমাতে সাহায্য করে।
বিজ্ঞানীরা জানিয়েছেন – সূর্যের আলো রক্তের নাইট্রিক অক্সাইড লেভেল বাড়ায় যা রক্তের প্রবাহ নিয়ন্ত্রণ করে, ফলশ্রুতিতে কমে যায় রক্তচাপ। ত্বকের ক্যান্সার থেকে বাঁচতে সূর্যের আলো এড়িয়ে যাওয়া লোকজনের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়ে যাচ্ছে – গবেষণায় এই তথ্যও জানা গেছে।
যারা নিয়মিত অল্প সময়ের জন্য হলেও সূর্যের আলোতে যান তাদের হূদরোগের ঝুঁকি এবং হূদরোগজনিত মৃত্যু হারও কম, যদিও এক্ষেত্রে ত্বকের ক্যান্সার বেঁড়ে যাওয়ার হার বেড়ে যাওয়ার ঝুকি থাকে। কিন্তু তুলনামূলকভাবে সেই হার খুবই কম।
সেচ্ছাসেবকদের নিয়ে করা গবেষণায় এটা নিশ্চিত হওয়া গেছে সামান্যতম সূর্যের আলোও পাঁচ পয়েন্ট রক্তচাপ কমায় এবং এই প্রভাব দেড় ঘন্টা থাকে।
সুতরাং যারা রোদ এড়িয়ে চলেন তাদের উচিত উচ্চ রক্তচাপের ঝুঁকি থেকে বাঁচতে দিনের অল্প সময়ের জন্য হলেও সূর্যের আলো গায়ে লাগানো।
Reference: নিউজসম্যাক্সথেলথ
This post was last modified on জুলাই ৪, ২০২৪ 11:37 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…