The Dhaka Times Desk আবারও যৌথবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটেছে। এবার সাতক্ষীরায় এবং নিহত হয়েছে ছাত্রদল নেতা। আজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।
ভোরে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় যৌথবাহিনীর সঙ্গে এই ‘বন্দুকযুদ্ধে’ ইসলামকাঠি ইউনিয়নের ঘোনা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ছাত্রদলের সহসভাপতি আজহারুল ইসলাম নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমানের সংবাদ মাধ্যমকে দেওয়া ভাষ্য অনুযায়ী, ২০০২ সালে ইসলামকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রউফ হত্যা মামলার অন্যতম আসামি আজহারুল। এ ছাড়া সম্প্রতি পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন সহিংস ঘটনায় তাঁর নামে আরও ৬টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখ্য, সামপ্রতিক সময়ে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা বৃদ্ধি পেয়েছে।