The Dhaka Times Desk আজ শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা। গত কয়েক বছরের মধ্যেই এবারই পরীক্ষায় কোন হরতার-অবরোধ কর্মসূচি নেই। শিক্ষার্থীরা নির্ভাবনায় পরীক্ষা দিতে পারবে।
আজ রবিবার এসএসসি ছাড়াও একই সঙ্গে দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হচ্ছে। সারাদেশে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৯৪২টি। এবার ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সংখ্যার দিক থেকে গত বছরের তুলনায় বেড়েছে ১ লাখ ২৯ হাজার ৫৫৪। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের অগ্রযাত্রায় বিরূপ প্রভাব পড়ে এমন কিছু না করার জন্য রাজনৈতিক দলসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, গত বছর বিরোধী দলের কর্মসূচির কারণে শিক্ষার্থীরা ব্যাপক অনিশ্চয়তা ও বিড়ম্বনার মধ্যে পড়ে। ৫ দিন পরীক্ষা পেছাতে হয়েছিল। প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। কেও স্বার্থ হাসিলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইন্টারনেটে প্রশ্ন ফাঁস হয়েছে বলে যে খবর ছড়ানো হচ্ছে তার সঙ্গে বাস্তবের মিল নেই বলে তিনি উল্লেখ করেন।
পরীক্ষার হলে এতদিন পরীক্ষার্থীদের জন্য মোবাইল নিষিদ্ধ হলেও এবার শিক্ষক এবং পরিদর্শকদের জন্যও পরীক্ষা চলাকালে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে। কেবল কেন্দ্রসচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়।
বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া বাকি ২১টি বিষয়ের পরীক্ষা গত বছরের মতই সৃজনশীল পদ্ধতিতে হবে। জানা গেছে, সৃজনশীল প্রশ্ন সব বোর্ডে একই রকম হবে। তবে সনাতন প্রশ্ন ৫ বিষয়ের বোর্ডভেদে আলাদা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলেছে, প্রতিবছরের মতো এবারও প্রতিবন্ধী পরীক্ষার্থীদের ২০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দশ শিক্ষাবোর্ডের ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সাত লাখ ৩৩ হাজার ২০২, আর ছাত্রী ছয় লাখ ৯৯ হাজার ৫২৫। গত বছর ছিল ১৩ লাখ তিন হাজার ২০৩ জন শিক্ষার্থী। এবার ২৭ হাজার ৪৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। গত বছর থেকে এবার ৪১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৮৪টি কেন্দ্র বেড়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত হচ্ছে এক লাখ ৫৫ হাজার ৯৩৬ জন। আটটি বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থী হচ্ছে ১০ লাখ ৯০ হাজার ৫৫৫, দাখিলের পরীক্ষার্থী দুই লাখ ৩৯ হাজার ৭৪৯, কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে এক লাখ দুই হাজার ৪২৩ জন শিক্ষার্থী পরীক্ষা দেবে।