Categories: Special article

19 Tricks to Look Amazing in Photos (For Women)

The Dhaka Times Desk সুন্দর চেহারার জয় সর্বত্র; হোক সে বাস্তবে কিংবা ছবিতে। একটু সচেতন থাকলে বা নিজেকে ছবিতে ভালো দেখাবার কৌশল সম্পর্কে জানা থাকলে আপনি সহজেই হয়ে উঠতে পারেন আরেকজনের মনোযোগের কেন্দ্রবিন্দু। আসুন সে কৌশল গুলো জেনে নেয়া যাক।


ছবিতে নিজেকে ভালো দেখানো নিয়ে চিন্তিত? আর চিন্তার কারণ নেই, ছবিতে ভালো দেখাবার জন্য বিশেষ চিত্রশিল্পী এবং এবং ফটোগ্রাফারদের সাথে কথা বলেই অসাধারণ ১৯ টি টিপস নিয়ে আসা হয়েছে কেবল আপনারই জন্য যা আপনাকে প্রতি মুহুর্তেই করে রাখবে ছবির জন্য আকর্ষনীয়।

১। কাজল লাগাতে সাবধান যেন মেকাপের ক্ষতি না হয়

সব সময় আগে চোখে কাজল বা আইলাইনার দিবেন। তারপর মেকাপ এবং যত কম আইলাইনার বা কাজল ব্যবহার করতে পারেন ততই ভালো। বেশী মেকাপও করবেন না। বেশী মেকাপে আপনাকে ছবিতে বাজে লাগতে পারে। পাশাপাশি বয়সও বেশী মনে হতে পারে। আগে মাশকারা, কাজল বা আইলাইনার দিলে তা ত্বকে অবাঞ্ছিত দাগও ফেলবে না।

Related Posts

২। চোখের বহিঃঅংশে মনোযোগ দিন

সবচেয়ে ভালো হয় চোখের উপরের অংশে আগে কাজল বা মাশকারা দিলে। তবে মনে রাখবেন, তা যেন ওয়াটারপ্রুফ হয়। তাতে চোখ সুন্দরভাবে ফুটে উঠবে। আইশ্যাডো আর আই লাইনার ব্যবহার করার পর হাল্কা করে মাশকারা লাগাবেন।

৩। মাশকারা লাগানো

চোখে মাশকারা লাগানোর পর চোখে খুলে ভালো করে দেখে নিবেন নিজেকে, হাল্কার মধ্যে দেবেন কারণ বেশী দিলে আপনার চোখের পাপড়ি পড়তে পারে এবং তা ছবিতে খারাপভাবে ফুটে উঠতে পারে। তবে একেবারেই না দিলে ছবিতে আপনাকে ভালো দেখাবে না। আজকাল বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মাশকারা পাওয়া যায়। এর মাঝে Revlon, Loreal,EvesaintLaurel, Maxfactor এ রকম অনেক নামী ব্র্যান্ডের মাশকারা যেগুলো সেগুলো ব্যবহার করাই ভালো। সুতরাং নিজের জন্য সবচেয়ে ভালোটাই বেছে নিন। চোখকে করে তুলুন আকর্ষণীয়।

৪। ফাউন্ডেশনে মনোযোগ দিন

ছবিতে আপনার ত্বক নমনীয় দেখানোটা খুবই জরুরী কিন্তু ফাউন্ডেশ দেবার পর তা নিজের ত্বকের মতও যাতে দেখায় তার জন্য বুঝে শুনে ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। এতে আপনার ত্বকের আসল রঙ যেমন বোঝা যাবে, তেমনি তা নমনীয়ও দেখাবে। ফলে ছবিতে আপনি হয়ে উঠবেন প্রানবন্ত। যেহেতু সবার ত্বকের রঙ, গড়ন এক নয় তাই নিজ নিজ ত্বকের চাহিদানুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করা উচিত এবং ছবি তোলার সময় দিন বা রাতের সময় অনুযায়ী মেকাপ নেয়া উচিত।

৫। কানকে ভুলে যাবেন না

আমাদের গায়ের সব অংশের রঙ এক নয়। অনেক সময় চেহারার সাথে হাতের, পায়ের কিংবা থুতনির অংশে রঙের তারতম্য থাকে। যদি কারো কান লাল হয়ে যায় তবে ছবিতে তা ভালো দেখাবে না। এটা এড়াতে কানে ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন যাতে আপনার চেহারা, ত্বক এবং কান একই রকম দেখায়।

৬। চোখের নিচের অংশে বেশী কারুকাজ করবেন না

চোখের নিচের অংশে তেমন কারুকাজ করবেন না। এতে ছবিতে রঙই বেশী দেখা যাবে আপনাকে ছাড়া। আর এতে মেকি মেকি লাগতে পারে বরং কিছুটা স্বাভাবিকতাই মানুষ ছবিতে বেশী পছন্দ করে। তাই লাইনার দিয়ে চোখেকে ফুটিয়ে তুলতে পারেন অন্যরকম স্টাইলে। এতে আপনাকে প্রাণবন্তও দেখাবে।

৭। চেহারার সাথে মেকাপের সামঞ্জ্যসতা বজায় রাখুন

চেহারা বুঝে মেকাপ নিন। নিজের চেহারা অনুযায়ী মেকাপ না নিলে তা যেমন চেহারাকে ফুটিয়ে তুলবে না, বরং তা কারো কারো কাছে দৃষ্টিকটুও দেখাতে পারে। চেহারার সাথে মিল রেখে সাজলে অবশ্যই ভালো দেখাবে। একেক জনের চেহারার ধরণ একেক রকম। লম্বাটে দেখতে মুখকে মেকাপের মাধ্যমে যেমন গোলাকার শেপ দেয়া যায় আবার গোলাকার দেখতে মুখকেও নিখুঁত মেকাপের মাধ্যমে করে তোলা যায় লম্বাটে এবং আকর্ষণীয়।

৮। ব্লাশন (Blushon) ব্যবহার করুন

মুখে ফাউন্ডেশন ব্যবহার করার পর চেহারায় আকর্ষণীয় ভাব ফুটিয়ে তুলতে ব্লাশন ব্যবহার করা যেতে পারে। এটা আপনার চেহারায় একটা আলাদা গ্ল্যামার এনে দিতে পারে। এই ব্লাশনটা একটু গাঢ় রঙের হলে ভালো হয় যাতে আমাদের গায়ের রঙের চেয়ে একটু আলদা টোন এনে দেয়। এটা ব্যবহার করতে হবে চিবুকের প্রান্ত থেকে যা গালের উঁচু অংশে এসে শেষ হবে। See details here

৯। ভ্রূ’র দিকে মনোযোগী হতে হবে

আজকাল অনেকেই সাজসজ্জার পাশাপাশি নিজেকে আরও আকর্ষণীয় এবং শার্প দেখাতে ভ্রু প্লাক করে থাকেন। অনেকের ভ্রু পাতলা হয়ে থাকে। তাই সেখানে Eye-Brow Pencil , Eye- Brow Mascara এবং হালকা পাউডার ব্যবহার করে ভ্রু’কে আরও ঘন করে তুলতে পারেন ছবিতে। মনে রাখবেন ভ্রু’র সাজসজ্জার উপরেও আপনার চেহারার একটা আলাদা আমেজ তৈরি হবে অন্যের কাছে।

১১। ঠোঁটের আর্দ্র ভাব ধরে রাখা

বাজারে বিভিন্ন দামের এবং ব্র্যান্ডের অনেক ধরণের লিপস্টিক পাওয়া যায়। রুচিভেদে কেউ ব্যবহার করেন ম্যাট লিপস্টিক (Mat Lipstick) কিংবা কেউবা গ্লসি (Glossy)। কিন্তু রূপ বিশেষজ্ঞ Georgie Eisdell মনে করেন , ভেজা বা আর্দ্র ঠোঁটই অন্যকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। তবে যারা ম্যাট লিপস্টিক ব্যবহার করেন, তাদের হতাশ হবার কিছু নেই। বরং লিপস্টিক দীর্ঘ সময়ের জন্য ঠোঁটে ধরে রাখতে তারা ম্যাটের উপর লিপ বাম (Lip Balm), লিপ গ্লস (Lip Gloss) ব্যবহার করতে পারেন নিজেদের ঠোঁটকে আরও লাবণ্যময় এবং স্নিগ্ধ দেখাতে।

১২। হাসিকে প্রধান্য দিন

হাসি ছবিকে মানুষের নিকট গ্রহণযোগ্য করে তুলতে পারে। তবে হাসার সময় সচেতন থাকবেন, বেশী বড় হাসি আপনাকে হাস্যকর করে তুলতে পারে অন্যদের সামনে। নিজে আয়নাতে বার বার হেসে দেখুন। কেমনভাবে হাসলে আপনাকে ভালো দেখায়, ছবি তোলার আগে ঠিক সেই হাসিটি দিন যা আপনার সেরা এতে আপনার ছবি ভালো উঠবেই।

১৩। ছবি তুলুন সূর্যোদয় এবং সূর্যাস্তে

ছবি তোলার জন্য সূর্যোদয় এবং সূর্যাস্ত অবশ্যই ভালো সময়। তাই সময় বুঝে ছবি তুলতে হবে। তবে কখনোই একেবারে ভর দুপুরবেলা ছবি তুলবেন না। কারণ প্রচুর আলোর আধিক্য আপনার ছবিকে করে দিতে পারে অস্পষ্ট এবং ত্রুটিপূর্ণ। তবে ছবি তোলার আগে দিনের বেলা হলে ফ্লাশ অফ করে নিবেন। আর অন্ধকারে অবশ্যই ফ্লাশ দিয়ে তুলবেন।

১৪। মেঘলা দিনের ছবি

মেঘলা দিনে ছবি তুললে তাতে সাবজেক্টকে অবশ্যই ভালো দেখায়। কারণ আলো থাকে নরম ও কমনীয়। এই সময় ছবিতে মানুষকে বেশি মানবিক দেখায় ও চেহারায় লাবণ্য ফুটে ওঠে। তাই মেঘের আনাগোনা দেখলেই ছবির জন্য তৈরী হয়ে পড়ুন।

১৫। সাদা দেয়ালের মাহাত্ম্য

সাদা উজ্জ্বল রঙের মাহাত্ম্যকে ফুটিয়ে তুলতে এবং সুন্দর ছবির এডভান্টেজ পেতে ছবি তোলার সময় এ দিকটা খেয়াল রাখা জরুরী। তাই ছবি তুলে ভালো উজ্জ্বল ফলাফল পেতে অবশ্যই সাদা দেয়ালকে পেছনে রাখবেন। এতে সাদা দেয়ালের রঙ আলোকে প্রতিফলিত করে দারুণ ছবি উপহার দিবে। তবে ছবি তোলার সময় চেহারায় যাতে ছায়া না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে।

১৬। পোজ নিন

ছবি তোলার সময় নিজেকে ভালো স্থানে দাঁড় করিয়ে বা বসে ছবি নিন। পোজ ভালো না হলে ছবি ভালো আসে না। ভালো ছবি পেতে চাইলে নিজেকে কোথায় ভালো দেখায় বা কিভাবে, কোন ভঙ্গিমায় ভালো দেখায় তা নিয়ে ধারণা নিবেন। তাতে ছবিতে আপনাকে লাগবে প্রানবন্ত।

১৭। ক্যামেরা ধরা

ক্যামেরা ধরার উপরেও ছবি তোলা এবং ছবি ভালো আসা নির্ভর করে। নিজের ছবি নিজে তোলার সময় ক্যামেরা কিছুটা উঁচু করে ধরবেন এবং সামনের দিকে হেলিয়ে ধরতে হবে যাতে আলো লেন্সে ঢুকতে সহায়তা করে। কারো ছবি তোলার সময় পুরো মুখমন্ডল যাতে আসে এবং কিছুটা অতিরিক্ত জায়গা থাকে তা কিন্তু লক্ষ্য রাখবেন।

১৮। ছবি নেবার লোক

ভাবছেন নিজের ছবি তোলার জন্য মানুষ ভাড়া করবেন কিনা ? না, বরং গ্রুপ ছবি তোলার সময় যার হাতে ক্যামেরা দিবেন তিনি যেন সবার মধ্যে লম্বা হন। এতে ছবিতে চেহারা সমান্তরাল আসবে এবং কোনো অসামঞ্জস্যতা থাকবে না। পাশাপাশি ক্যামেরা সামনের দিকে কিছুটা বাঁকিয়ে ধরতে পারলে ছবি ভালো আসবে।

১৯। ফোকাস ঠিক করুন

ছবিতে ফোকাস অনেক জরুরী। সিলেক্ট করুন সফট ফোকাস দেখে। এতে ছবিতে আপনাকে ভালো দেখাবে। তাই ফোকাসে মনোযোগ দিতে হবে। ছবিতে শার্পনেস কম হলেও ভালো দেখাবে আপনাকে, এতে সন্দেহ নেই।

আশা করি উপরোক্ত টিপস গুলো অনুসরণ করলে আপনি ক্যামেরায় অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ছবিটি পাবেন এবং মানসিক শান্তি লাভ করবেন।

Reference: COSMOPOLITAN BEAUTY & FASHION

This post was last modified on নভেম্বর ১১, ২০১৪ 3:28 pm

Aporna Mommoy

View Comments

Recent Posts

পটুয়াখালির মজিদবাড়িয়া শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ৯ কার্তিক ১৪৩১…

% days ago

সোশ্যাল মিডিয়া: প্রভাব, ভুল তথ্য এবং মানসিক স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাব

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোশ্যাল মিডিয়া (SM) বলতে সামাজিক নেটওয়ার্কিং সাইট (SNSs) কে বোঝায়,…

% days ago

দারাজ বাংলাদেশ: স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস পার্টনার ব্যাকপেজ পিআর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ এর জনসংযোগ সংশ্লিষ্ট (পাবলিক…

% days ago

বেরি জাতীয় ফল শরীরের কোন কোন উপকারে লাগে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেরি জাতীয় ফল নিয়ে আমাদের তেমন একটা ধারণা নেই। কিডনির…

% days ago

ভৌতিক গল্পে ওয়েব ফিল্ম ‘বিভাবরী’ আসছে দীপ্ত প্লেতে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতিমধ্যেই দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফরম জগতে বেশ এগিয়ে গেছে। বিশ্বের…

% days ago

ড্রোন হামলার সাইরেনে বাঙ্কারে পালিয়েছিলেন ব্লিঙ্কেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত বছরের ৭ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যে…

% days ago