The Dhaka Times Desk বায়ু দূষণ বর্তমান বিশ্বে একটি বড় সমস্যায় পরিণত হয়েছে। বিশ্বে বায়ু দূষণে ২০১২ সালে ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। এই ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র এক পরিসংখ্যানে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। ঘরে-বাইরে অর্থাৎ রান্নার কারণে সৃষ্ট ধোঁয়া, যানবাহনের ধোঁয়া সর্বত্রই ঘটছে বায়ু দূষণের ঘটনা। আর এই বায়ু দূষণ মানুষ এবং জীব জগতের প্রাণীকূলের অস্তিত্বকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু আরও বলেছে, ঘরে-বাইরে বায়ু দূষণই পরিবেশগতভাবে সবচেয়ে বড় স্বাস্থ্য সমস্যা। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে এ দূষণে সবাই আক্রান্ত। বিশ্বব্যাপী ২০১২ সালে প্রতি ৮ জনের মধ্যে ১ জন এই দূষণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে হু’র ওই রিপোর্টে বলা হয়েছে।
দূষণ সম্পর্কিত মৃত্যুর বড় কারণ হলো হার্টের অসুখ, স্ট্রোক, ফুসফুসের সমস্যাসহ নানা অসুখ এবং ফুসফুসের ক্যান্সার অন্যতম।
জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা মনে করে, দূষণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া, যার মধ্যে ভারত, ইন্দোনেশিয়া, ওয়েস্টার্ন প্যাসিফিক অঞ্চল, এটি চীন থেকে দক্ষিণ কোরিয়া এমনকি জাপান থেকে ফিলিপাইন পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওয়েস্টার্ন প্যাসিফিক অঞ্চলে প্রাণহানি ঘটেছে ৫৯ লাখ।
অপরদিকে কয়লা, কাঠ ও অন্যান্য জৈবশক্তি চালিত চুলায় রান্নার কারণেও বায়ু দূষণের ঘটনা ঘটেছে। এসব অভ্যন্তরীণ বায়ু দূষণে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৩ লাখ মানুষ। রাস্তাঘাটে বায়ু দূষণে আক্রান্ত হয়ে প্রাণ দিয়েছেন অন্তত ৩৭ লাখ মানুষ। এসব বায়ু দূষণের উৎস হিসেবে কয়লার ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন রয়েছে। প্রতিনিয়ত মানুষ ঘরের ভেতরে এবং বাইরে বায়ু দূষণের শিকার হচ্ছেন।
রিপোর্টগুলোর ধরণ দেখে পরিষ্কারভাবে বোঝা যায়, বায়ু দূষণের ফলে কতখানি ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মানুষকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে নিয়ে যাবে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। আর তাই অচিরেই বিশ্বের প্রতিটি দেশকেই বায়ু দূষণ রোধে এগিয়ে আসার জন আহ্বান জানিয়েছে এই সংস্থাটি।
বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বোঝা যায় বায়ু দূষণে কতখানি ঝুঁকির মধ্যে রয়েছে নাগরিকরা। এ বিষয়ে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা এবং প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। নইলে এই বায়ু দূষণ থেকে আমরা কেওই রেহাই পাবো না।
This post was last modified on মার্চ ২৬, ২০১৪ 1:37 pm
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…