The Dhaka Times Desk ব্রাজিলের আমাজন জঙ্গলে আধুনিক সভ্যতা থেকে অনেক পিছিয়ে থাকা একটি গোত্রের সন্ধান পাওয়া গেছে। এই গোত্রটিতে প্রায় ২০০ সদস্য বসবাস করে। এরা আমাজন অরণ্যের পেরুর সীমান্ত-সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।
গোত্রটির নাম ‘আনকণ্টাকটেড’ এদের মোট সদস্য সংখ্যা ২০০, এরা জঙ্গলে বিভিন্ন পশুপাখি শিকার করে জীবন কাটায়। আধুনিক সভ্যতা কিংবা আমাজন জঙ্গলে তাদের এলাকার বাইরের রাজ্য সম্পর্কে ‘আনকণ্টাকটেড’দের কোন ধারণা নেই। নতুন সন্ধান পাওয়া এই গোত্রের পাশে অবশ্য অপেক্ষাকৃত একটু আধুনিক আরেকটি আদিবাসী গোত্র অ্যাশাইনিনকা‘রা বসবাস করেন। ফলে অ্যাশাইনিনকা গোত্রের সাহায্যেই আনকণ্টাকটেড’দের সাথে যোগাযোগ করা হয়।
গত ২৫ মার্চ ব্রাজিলের আক্রে রাজ্যের জিনানে নদীর অববাহিকায় বিমানে করে এক দল ফটোগ্রাফার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় আনকণ্টাকটেড’দের দেখতে পান এবং তাদের ছবি তুলেন। এসব ছবিতে দেখা যায় এসব আদিবাসী বিমান দেখে ঘাবড়ে গেছেন এবং সবাই এক সাথে বর্শা উঁচিয়ে বিমানকে ভয় দেখাচ্ছেন।
পরবর্তীতে এদের বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হলে জানা যায়, এরা এমন এক গোত্র যাদের বিষয়ে তেমন কোন ধারণাই নেই সভ্য সমাজের। নতুন খোঁজ পাওয়া এই গোত্রের সদস্যরা সম্পূর্ণ আদিম জীবনযাপন করছেন, তারা কোনো পোশাক পরেন’না শিকার করেন দল বেঁধে, খড়ের চালা দিয়ে খোলা ঘরে বসবাস করেন সবাই মিলে।
এদিকে ব্রাজিল সরকার দাবি করছেন, তারা অনেক আগে থেকেই এই গোত্র সম্পর্কে ওয়াকিবহাল। এই গোত্রে মোট ২০০ সদস্য রয়েছে বলেও ব্রাজিল সরকার দাবি করছেন। তবে ব্রাজিলের সরকারী নীতি হচ্ছে আমাজন অরণ্যে যেসব আদিম গোত্র আছে তাদের কোনও রূপ উৎপাত না করে তাদের মতো থাকতে দেয়ার। এতে করে যুগের পর যুগ এসব মানুষ নিজেদের মতো করেই জঙ্গলে বসবাস করে আসছেন।
Source: নিউজ ইয়াহু