Categories: Special article

For married people: How to know if you are happy in married life

The Dhaka Times Desk নারী পুরুষের একসাথে বসবাস, তাই দাম্পত্য জীবন। সুখের জন্য বিবাহ হলেও সবাই কি সুখী? স্বামী স্ত্রীর মাঝে কিছু রসায়ন কাজ করে যার উপর দাম্পত্য জীবনের সুখ নির্ভর করে। তবে আগে বুঝতে হবে দাম্পত্য জীবন সুখের হচ্ছে কিনা, হলেও কতটা। পাঁচটি বৈশিষ্ট্য দেখে বোঝা যাবে এটি।


101331275_1368005782_540x540101331275_1368005782_540x540

অবশ্যই দাম্পত্য জীবনে সুখের মূল ভিত্তি একে অন্যের প্রতি ভালবাসা। যে যুগলের ভালবাসা যত গভীর তারা ততই সুখী। বাধা বিপত্তি, ঝগড়া ঝাটি হবেই। তবে তার সাথে সাথেই থাকবে সুখ। চলুন দেখে নিই, সুখী দম্পতি কি কি করে। অতঃপর আপনি মিলিয়ে দেখুন, আপনি কি কি করেন, আপনার দাম্পত্য জীবন কি সুখের? যদি হয় তবে আপনাকে মোবারকবাদ। আর যদি বৈশিষ্ট্যগুলো না থাকে তবে চেষ্টা করুন এগুলো করতে।

সকালের স্নিগ্ধতায় যুগলের চা পান করাঃ

যে যুগল প্রতিদিন সকালে একসাথে চা অথবা কফি পান করে তারা সুখী। খেয়াল করে দেখবেন, চা পানের সময় আমাদের কথাবার্তা সাধারণের চেয়ে ভিন্নতর হয়। স্বামী স্ত্রী একসাথে চা পান করলে তাদের মধ্যে আবেগঘন কথাবার্তা হওয়াই স্বাভাবিক। আর এতে পরস্পরের প্রতি আন্তরিকতা বাড়বে। ভাল কাটবে সকাল। আর সকালটা মধুর হলে সারা দিন ভাল কাটতেই হবে।

রাতে মৃদু আলোয় আলোকিত থাকাঃ

সুখী দম্পতি রাতে তাদের ডিম লাইট জ্বালিয়ে রাখে। একজন অন্যজনকে জড়িয়ে ধরে নানান ধরনের গল্প করে। বলার সময় অন্যজনের ভাব বুঝার জন্যই এই মৃদু আলোর আয়োজন। আর যদি প্রেম উথলিয়ে উঠে তবে কে চাইবে অন্যজনকে না দেখে থাকতে। আর আলো আঁধারি মিলে মিশে চমৎকার পরিবেশ তৈরি করে যা কিছুটা রহস্যে ঘিরে দেয় তাদের। যদি পরিবেশটা কল্পনা করতে পারেন তাহলেই বুঝবেন কেন তারা সুখী।

Related Posts

একে অন্যের সাথে খুনসুটিঃ

দাম্পত্য জীবনে একে অন্যের সাথে খুনসুটি, মজা করলে বুঝতে হবে তারা সুখী। এটা অনেকটা ভালবাসার বহিঃপ্রকাশ। যাহাকে ভালবাসিলাম তাহাকে বুঝিতে দিতে বাধা কোথায়? এতে তাদের মধ্যে দূরত্ব কমে। একে অন্যের অনেক কাছাকাছি আসে। যেখান থেকে যেকোন বিষয় শেয়ার করা যায়।

একসাথে নীড় সাজানোঃ

যেসব দম্পতি একসাথে বাড়ি সাজানোর বিভিন্ন পরিকল্পনা করে তারা সুখী। যথেষ্ট আন্তরিকতা আর বোঝাপড়া না থাকলে আদো এটি সম্ভব নয়। তাহাদের মনের মিল তো কাজেরও মিল। এক্ষেত্রে আরো বেশি সময় একসাথে থাকা হয়। সম্পর্ক গাঢ় হয়।

ভালবাসায় সাজানো বাগানঃ

সুখী দম্পতির একটি বাগান থাকবে। সবারই যে থাকবে এমনটা নয়, তবে যাদের থাকবে তারা অবশ্যই সুখী। এই বাগানে তারা পরস্পর সময় কাটাবে। বিয়ের পরে প্রেম যাকে বলে আরকি। বিবাহিত জীবনে পার্কে বসে প্রেম করার স্বাদ যারা নিবে তারা সুখী না হলে কারা সুখী?

‘সংসার সুখের হয় রমণীর গুণে’ এর দিন শেষ। পরস্পরের প্রতি ভালবাসা, আবেগ আর আন্তরিকতা সুখ এনে দিবে। দুজনকেই এর জন্য প্রয়াস চালাতে হবে। মনে রাখবেন, দাম্পত্য জীবনে সুখ আর যে ভালবাসা পেলেন তা আপনার জীবনকে অন্যরকম আলোকিত করবে।

This post was last modified on আগস্ট ৩১, ২০১৪ 10:01 am

ABM Noorullah

Recent Posts

গ্রামের ক্যানেলে মাছ ধরার দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১১ বৈশাখ ১৪৩২…

% days ago

ক্যান্সারের নেপথ্যে কী খাবারের বড় ভূমিকা রয়েছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিত্সকরা জানিয়েছেন, নিয়মিতভাবে বাইরের তেল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসের কারণে বেড়ে…

% days ago

বছরের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি…

% days ago

৬ কিংবা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ডোনাল্ড ট্রাম্প!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার এবং পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিতে…

% days ago

ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে স্ট্রিমিং হচ্ছে ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে খ্যাতিমান চলচ্চিত্রগুলো। শুধু তাই…

% days ago

কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ২৬

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী…

% days ago