The Dhaka Times Desk সারাবছর কর্মব্যস্ত থাকার পর ঈদ এলে সবাই চান নিজ গ্রামে গিয়ে মা-বাবা কিংবা নিকট আত্মীয়দের সঙ্গে ঈদ করার জন্য। কিন্তু সেই যাত্রা যদি ছবির দৃশ্যের মতো এমন হয় সেটি কি ঠিক? অবশ্যই নয়। ঈদ করতে যাবেন তবে এমন বিপদজনক ঝুঁকি কখনও নেবেন না।
ঈদ এলে সবাই বাবা-মা বা নিকট আত্মীয়দের সঙ্গে ঈদ করতে যান। মা-বাবার সঙ্গে ঈদ করার আনন্দ এক অন্যরকম আনন্দ। আর তাই বছরান্তে অনেক কষ্ট করে নিজ গ্রামে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এটিই চিরাচরিত নিয়মে পরিণত হয়েছে।
কিন্তু সাম্প্রতিক সময়ে লোক সংখ্যার তুলনায় বাস-ট্রেনের সংখ্যা নগন্য হওয়ায় ঈদের সময় চরম সমস্যায় পড়তে হচ্ছে। যে কারণে অতিরিক্ত যাত্রী বোঝায় লঞ্চডুবির ঘটনা ঘটছে। কখনওবা সড়ক দুর্ঘটনা ঘটছে অস্বাভাবিকভাবে। ঈদ আসলে দুর্ঘটনার খবর দেখা যায়। রাস্তাগুলোতে জ্যামের কারণে চলাচল করা বড়ই দুষ্কর হয়ে পড়ে।
এতো সমস্যার মধ্যে সবাই ঈদের নিজ গ্রামে যাবেন এটিই স্বাভাবিক। কিন্তু সেই যাওয়া মসৃণ না হলেও কষ্টকর হলেও ততটা সমস্যার বিষয় নয়। সমস্যার বিষয় হচ্ছে ঈদের বাড়ি যাওয়া কিন্তু এতো ঝুঁকিপূর্ণ অবস্থায় কেনো? ঈদে বাড়ি যেতে কষ্ট করা যাবে কিন্তু এমন ঝুঁকি নেওয়া কি যুক্তিযুক্ত? কোনো অবস্থাতেই এমন বিপদজনক যাত্রা করবেন না।
এই ঈদের সকলেই শান্তিপূর্ণভাবে বাড়ি গিয়ে ঈদ করুক এটিই আমাদের কামনা।