The Dhaka Times Desk আন্দোলনের মুখে কয়েকটি হলে ‘ওয়ান্টেড’ এর প্রদর্শনী বন্ধ রয়েছে। মুক্তির পরদিন গতকাল শনিবার কয়েকটি সিনেমা হলে বন্ধ রয়েছে বলিউড হিন্দি চলচ্চিত্র ‘ওয়ান্টেড’ এর প্রদর্শনী।
বাংলাদেশ চলচ্চিত্র ঐকজোটসহ কয়েকটি সংগঠনের আন্দোলনের মুখে মুক্তির পরদিন গতকাল শনিবার কয়েকটি সিনেমা হলে বন্ধ রয়েছে বলিউডের হিন্দি চলচ্চিত্র ‘ওয়ান্টেড’ এর প্রদর্শনী। ঢাকার পূর্ণিমা, শ্যামলী ও আনন্দ সিনেমা হলে ছবিটির প্রদর্শনী বন্ধ করা হয়েছে বলে পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
সারাদেশের বেশ কয়েকটি সিনেমা হলে ‘ওয়ান্টেড’ এর প্রদর্শনী বন্ধ হয়েছে উল্লেখ্য করে সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘সামনের দিনগুলোতে সবগুলো হল থেকেই এর প্রদর্শনী বন্ধ করা হবে। এটি আমাদের আন্দোলনের ফলেই হয়েছে।’
অপরদিকে ‘ওয়ান্টেড’ চলচ্চিত্রটির আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স ইনউইন এন্টারপ্রাইজ এবং মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ গতকাল শনিবার বলেন, ‘পূর্ণিমা এবং শ্যামলী হলে ওয়ান্টেডের প্রদর্শনী বন্ধ হয়েছে। সারাদেশে চলচ্চিত্রটি এখনও প্রদর্শিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘যেসব হল প্রদর্শনী বন্ধ করছে তাদেরকে পরবর্তী সিনেমা দেওয়ার ক্ষেত্রে আমরা বিবেচনায় আনবো। আমরা এখনও মনে করি সরকারি নিয়ম মেনেই বাংলাদেশে ‘ওয়ান্টেড’র প্রদর্শনী চলছে। আমরা অন্যায় কিছু করছি না।’
উল্লেখ্য, উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের আন্দোলন করে আসছে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট ও কয়েকটি সংগঠন। শুক্রবার হিন্দি চলচ্চিত্র ‘ওয়ান্টেড’ মুক্তি পাওয়ার দিনও ঐক্যজোট রাজধানীর পূর্ণিমা এবং মধুমিতা সিনেমা হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।