The Dhaka Times Desk সাম্প্রতিক সময়ে প্রভার সিনেমায় অভিনয় ও নানা বিষয়গুলো সংবাদ মাধ্যমে বেশ ফলাও করে প্রকাশ করা হচ্ছে। এবার প্রভার ৩ নাটক আসছে ভালবাসা দিবসে।

এ মাসেই ভালবাসা দিবস। আর তাই ভালবাসা দিবসকে ঘিরে সব টিভি চ্যানেলে বিশেষ নাটক থাকবে এই ভালবাসা দিবসে। অভিনয় শিল্পীরাও ব্যতিব্যস্ত হয়ে পড়েন নাকট নিয়ে। ভালবাসা দিবসের নাটক নিয়ে ব্যস্ততা রয়েছে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার। বিশেষ এই দিন উপলক্ষে প্রভা অভিনয় করেছেন ৩টি নাটকে। এসব নাটকের মধ্যে রয়েছে সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘আমি স্পেশাল মানুষ’। এই নাটকে প্রভার সহশিল্পী হলেন মোশাররফ করিম। আবদুল্লাহ রানা ও মুজিব রায়হানের পরিচালনায় আরও দুটি নাটকে প্রভাকে দেখা যাবে ভালবাসা দিবসে।

ভালবাসা দিবসের নাটক সম্পর্কে প্রভা বলেন, ‘নাটকগুলোর গল্প খুব সুন্দর। আমি বরাবরই নাটকের গল্পের ওপর বেশি নজর দিই। আশা করছি নাটকগুলো দর্শকের কাছে খুব ভাল লাগবে ‘

বর্তমানে বিভিন্ন টিভি চ্যানেলে সাদিয়া জাহান প্রভা অভিনীত ধারাবাহিক ‘হল্লাবাজি’, ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’ ‘হাটখোলা’সহ বেশ কয়েকটিতে অভিনয় করছেন। এসব নাটকের মধ্যে বেশ সাড়া পড়েছে ‘জীবন থেকে নেয়া এই শহরের গল্প’ নাটকটি। প্রচারের অপেক্ষায় রয়েছে, ‘দহন’ ও ‘শূন্য থেকে শুরু’ নাটক দুটি।