The Dhaka Times Desk সন্ত্রাসীদের ধরার জন্য অথবা সীমান্ত এলাকা পাহারার জন্য ড্রোন ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এবার একটু ব্যতিক্রমি কাজে ব্যবহার হবে ড্রোন। এবার রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করবে ড্রোন।
সন্ত্রাসীদের ধরার জন্য অথবা সীমান্ত এলাকা পাহারার জন্য ড্রোন ব্যবহার করা হয়ে থাকে। বিজ্ঞানের নতুন আবিষ্কার ড্রোন দিয়ে নানামুখি কাজের মধ্যে এবার এই ড্রোন দিয়ে আরেকটি নতুন কাজের চিন্তা এসেছে গবেষকদের মাথায়। তবে সেটি যুদ্ধের ময়দানে গুপ্তচরবৃত্তি নয়, এবার ড্রোন ব্যবহার করা হবে রেস্তোরাঁয় ওয়েটারের কাজে।
প্রশিক্ষিত কর্মী না পাওয়ায় এমন কাজ করছে সিঙ্গাপুরের এক রেস্তোরাঁ। তারা চালু করলো এমনি কয়েকটি ড্রোন ওয়েটার। দিনশেষে মজুরি দেওয়ার ঝামেলা নেই। সঙ্গে সঙ্গে রান্নাঘরের গরমাগরম খাবার মুহূর্তেই উড়তে উড়তে পৌছে যাচ্ছে কাস্টমারের টেবিলে।
তরিৎ সেবা পেয়ে রেস্তোরাঁয় আসা কাস্টমাররাও খুব খুশি। কারণ অর্ডারের সঙ্গে সঙ্গে চলে আসছে খাদ্য সামগ্রী। আবার ড্রোনের ওয়েটারি দেখার জন্য ভিড়ও জমাচ্ছেন বহু কাস্টমার। আর সেই সুযোগে রেস্তোরাঁ মালিকের পোয়া বারো। মালিকরা চাচ্ছেন প্রতিদিনে মজুরি দিয়ে কর্মচারি না রেখে একবার খরচ করে ড্রোন কেনায় ভালো।
দেখুন ড্রোনের ওয়েটারি স্বচোক্ষে ভিডিওতে