The Dhaka Times Desk এটি কি আসলে হরিণ নাকি ইঁদুর? এই প্রশ্ন আসতেই পারে। কারণ হরিণটির মুখের অংশ একেবারে ইঁদুরের মতোই দেখতে!
বনে-জঙ্গলে তিড়িং বিড়িং করে লাফিয়ে চলা এবং বড় বড় মায়াবী চোখ দিয়ে তাকানো, সব মিলিয়ে বনের হরিণগুলো অনায়াসে জয় করে নেয় সকলের মন। আর তাই এক কথায় বলা যায় হরিণ বনের সৌন্দর্য।
বনের সৌন্দর্য তৃণভোজী এই প্রাণীটি সাধারণত বেশ বড়সড়ই হয়ে থাকে। কিন্তু এবার একটু ব্যতিক্রমি হরিণের খোঁজ পাওয়া গেলো। যেটি একেবারে ইঁদুর সাইজের হরিণ। বিলুপ্তপ্রায় এই প্রজাতির হরিণকে বলা হয় ইঁদুর হরিণ।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ডাচ চিড়িয়াখানায় সপ্তাহ খানেক আগে এই হরিণের একটি শাবক জন্ম নেয়। এই হরিণ দেখে অনেকেই মন্তব্য করেছেন, ১৯৪২ সালে ডিজনি প্রোডাকসন্স নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্র বাম্বির প্রধান চরিত্র বাম্বির শঙ্কর দেখা গিয়েছিল এটিও সেই ধরনের ইঁদুর।
এই হরিণগুলো বড় হলে এদের ওজন দাঁড়ায় সর্বোচ্চ প্রায় ৫ পাউন্ড বা ৩.৫ কেজি। আর এই হরিণের পায়ের আকার হয় একটি পেন্সিলের সমান! এই হরিণগুলো থাইল্যান্ডের বোর্নিও এবং সুমাত্রার জঙ্গলে পাওয়া যায় এই জাতীয় হরিণ।
দেখুন সেই আজব হরিণ
This post was last modified on জানুয়ারি ২৭, ২০২১ 10:29 am
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বরাবরই কাজ করেন বেছে বেছে। বিশেষ করে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়েতে দাওয়াত করা হয়েছে। অথচ অতিথিরা পৌঁছানোর পর তাদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৩০ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৬ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত অত্যাধিক পরিমাণে প্রোটিন খেলে, ওজন বাড়লে দেহে ইউরিক অ্যাসিডের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সঙ্গে আনন্দের ভাগিদার হয় চ্যানেল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে…