The Dhaka Times Desk মানুষ নানা বিষয়ে রেকর্ড করছেন। পশুদেরও তো শখ হয় রেকর্ড করার? ঠিক তাই এবার গিনেজ রেকর্ড করলে এক বুলডগ!
পশুরাও যে রেকর্ড করতে পারে তার প্রমাণ করলো এক বুলডগ। এক বুলডগ গিনেজ বুকে নিজের নাম লেখাতে সমর্থ হলো। এমনই এক বিশ্ব রেকর্ড করলো পেরুর বুলডগ জাতের একটি কুকুর। এই বুলডগের নাম অটো। স্কেটবোর্ডের (যেটি চাকা লাগানো কাঠ বিশেষ) সাহায্যে মানুষসৃষ্ট টানেল অতিক্রম করে এই রেকর্ড করেছে পেরুর ওই বুলডগ অটো।
এই রেকর্ড করতে পেরুর রাজধানী লিমাতে অটোকে পরীক্ষা দিতে হয় গিনেজ কর্তৃপক্ষের প্রতিনিধির সামনে। পরীক্ষাটি ছিল এমন- সেখানে ৩০ জন লোক দুই পা ছড়িয়ে টানেল সৃষ্টি করবে। আর অটোকে বিনা বাধায় এদের পায়ের তলার ফাঁক দিয়ে বেরিয়ে যেতে হবে।
উপস্থিত সবাইকে তাক লাগিয়ে ৪ বছর বয়সী বুলডগ অটো দেখালো তার স্কেটবোর্ড দক্ষতার এক অসীম কৃতিত্ব। স্কেটবোর্ড নিয়ে অটো সবার পায়ের ফাঁক দিয়ে টানেলের এক প্রান্ত হতে অন্য প্রান্ত দিয়ে বের হয়ে গেলো সাবলিলভাবে। অটোর রেকর্ডে খুশি বুলডগের মালিক এবং উপস্থিত সবাই। সকলেই হাত তালি দিয়ে অভিনন্দন জানালো বুলডগ অটোকে।
Watch that video